চীন কৃত্রিম সূর্য বানালো, ১৫০ মিলিয়ন ডিগ্রির বেশি তাপমাত্রা - News Daily Bangladesh-Latest Online Popular Bangla Newspaper

Breaking

  

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Sunday, December 6, 2020

demo-image

চীন কৃত্রিম সূর্য বানালো, ১৫০ মিলিয়ন ডিগ্রির বেশি তাপমাত্রা

Responsive Ads Here

কৃত্রিম সূর্য। আসলে যা নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকটর। একটি কৃত্রিম সূর্য তৈরি করেছে বলে দাবি করেছে চীন সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম। তাদের দাবি এর ফলে চীনের পরমাণু শক্তি গবেষণার ক্ষমতা বহু গুণ বেড়ে গেল।





'এইচএল-২এম টোকামাক' এই রিঅ্যাকটরের নাম। বিজ্ঞানীরা মনে করছেন চীনের বৃহত্তম ও আধুনিকতম এই নিউক্লিয়ার ফিউশন এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিভাইসের মাধ্যমে দূষণহীন শক্তিশালী এই শক্তির উৎস উন্মুক্ত করা সম্ভব। এই রিঅ্যাকটর ব্যবহার করে গরম প্লাজমা দ্রবীভূত করতে একটি শক্তিশালী চৌম্বকীয় ক্ষেত্র, এর ফলে এর তাপমাত্রা ১৫০ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস টপকে যেতে পারে। অর্থাৎ সূর্যের থেকে ১০ গুণ বেশি উষ্ণতা।





গত বছর চীনের দক্ষিণ পশ্চিম সিচুয়ান প্রদেশে শেষ হয়েছে এই রিঅ্যাকটর তৈরির কাজ। চীনা সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম পিপলস ডেইলির দাবি, এর ফলে শুধু যে চীনের বিদ্যুৎশক্তির কৌশলগত চাহিদা মিটবে না, ভবিষ্যতে শক্তি ও জাতীয় অর্থনীতিতেও বিরাট অবদান রাখবে।





আর পড়ুনঃ চীনের মহাকাশযান চ্যাঙ’ই-৫ নমুনা আনতে চাঁদে নামল





চীনা বিজ্ঞানীরা ২০০৬ সাল থেকে ছোট ছোট নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকটর তৈরির চেষ্টা করছেন। এদিকে, ফ্রান্সে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম নিউক্লিয়ার ফিউশন রিসার্চ প্রজেক্ট ইন্টারন্যাশনাল থার্মোনিউক্লিয়ার এক্সপেরিমেন্টাল রিঅ্যাকটর, সম্ভবত ২০২৫ সালে কাজ শেষ হবে। এ নিয়ে কর্মরত বৈজ্ঞানিকদের সঙ্গে কাজ করার সময় তারা এই ‘কৃত্রিম সূর্য’ ব্যবহার করতে চান।


No comments:

Post a Comment

Post Bottom Ad

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *