সাদ্দাম ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ইনান - News Daily Bangladesh-Latest Online Popular Bangla Newspaper

Breaking

  

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Tuesday, December 20, 2022

demo-image

সাদ্দাম ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ইনান

Responsive Ads Here

Saddam%20and%20Inan

সাদ্দাম হোসেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন এবং শেখ ওয়ালি ইনান সাধারণ সম্পাদক হয়েছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাত সোয়া ১০টায় গণভবন গেইটে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।


এর আগে দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৬ ডিসেম্বর (মঙ্গলবার) দিনব্যাপী ছাত্রলীগের এই জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত চলে ছাত্রলীগের সম্মেলনের প্রথম অধিবেশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে অধিবেশনে যোগ দেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পরে এ অধিবেশন শেষে বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটি আগামী ২৪ ডিসেম্বরের আগেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন।


আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এ ঘোষণার পর ওই দিন বিকালে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে দ্বিতীয় অধিবেশনে বসে ছাত্রলীগ। পরে এই অধিবেশন শেষে কমিটির বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য সব প্রার্থীদের জীবনবৃত্তান্ত আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। অবশেষে আজ নেতৃত্ব ঘোষিত হয়েছে সংগঠনটির।

No comments:

Post a Comment

Post Bottom Ad

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *