বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি পদে ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন। দশমবারের মতো দলটির নেতৃত্ব দেবেন ১৯৮১ সালের ১৩তম সম্মেলনের মাধ্যমে সভাপতি পদে আসা শেখ হাসিনা। তৃতীয়বারের মতো দলটি সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন ২০১৬ সালের ২০তম জাতীয় সম্মেলনের মাধ্যমে সাধারণ সম্পাদক পদে আসা বর্তমান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দায়িত্বে থাকা ওবায়দুল কাদের।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির ২২তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় পর্বে শনিবার (২৪ ডিসেম্বর) তাদের নাম ঘোষণা করেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য ও নতুন নেতৃত্ব নির্বাচনের নির্বাচন কমিশনার ইউসুফ হোসেন হুমায়ুন।
নির্বাচন কমিশনার ইউসুফ হোসেন হুমায়ুন ভোটে পাস হওয়ার পর পৃথকভাবে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। সভাপতি শেখ হাসিনা পরে বাকিদের নাম ঘোষণা করেন।
আওয়ামী লীগের কমিটিতে আরও যারা স্থান পেয়েছেন
সভাপতিমণ্ডলীর সদস্য
বেগম মতিয়া চৌধুরী এমপি
শেখ ফজলুল করিম সেলিম এমপি
No comments:
Post a Comment