বিএনপির সাংসদদের ছয়টি আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ - News Daily Bangladesh-Latest Online Popular Bangla Newspaper

Breaking

  

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Sunday, December 11, 2022

demo-image

বিএনপির সাংসদদের ছয়টি আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ

Responsive Ads Here

bnp%20mp

আনুষ্ঠানিকভাবে পদত্যাগের পর বিএনপি দলীয় সংসদ সদস্যদের ছয়টি সংসদীয় আসন ইতোমধ্যে শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশিত হয়েছে।


নির্বাচন কমিশনের সচিব কেএম আব্দুস সালাম স্বাক্ষরিত রোববার (১১ ডিসেম্বর) এ গেজেট প্রকাশিত হয়। ১১ ডিসেম্বর সকালে তারা পদত্যাগ করায় জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, এসব আসন শূন্য হয়েছে।


সংসদ সদস্যদের যে ছয়টি সংসদের আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি হয়েছে তারা হলেন- রুমিন ফারহানা (সংরক্ষিত নারী আসন ৫০), আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), জাহিদুর রহমান (ঠাকুরগাঁও-৩), মোশাররফ হোসেন (বগুড়া-৪) ও উকিল আব্দুস সাত্তার (ব্রাহ্মণবাড়িয়া-২), জি এম সিরাজ (বগুড়া-৭)


চাঁপাইনবাবগঞ্জ-৩ হারুনুর রশীদের বর্তমানে বিদেশে অবস্থানরত পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। হারুনুর রশীদের স্ক্যান করা সই ও ইমেইলে পাঠানো পদত্যাগপত্র ‘স্বাক্ষরযুক্ত’ বিবেচিত না হওয়ায় তাকে আবার জমা দিতে হবে। বিএনপির পদত্যাগীরা জানিয়েছেন এ সংসদ সদস্যও অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে এক সপ্তাহ পরে স্ব-স্বাক্ষরে পদত্যাগপত্র জমা দেবেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *