প্রেমের টানে কুড়িগ্রামে আসা ভারতীয় নারী ছেলেসহ কারাগারে - News Daily Bangladesh-Latest Online Popular Bangla Newspaper

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, August 30, 2020

প্রেমের টানে কুড়িগ্রামে আসা ভারতীয় নারী ছেলেসহ কারাগারে


অবৈধ অনুপ্রবেশ করে প্রেমের টানে কুড়িগ্রামে আসা ভারতীয় নারীকে তার সন্তানসহ কুড়িগ্রামে কারাগারে প্রেরণ করা হয়েছে। ভারতীয় নারী সুনিয়া সাউ ও তার তিন বছরের ছেলে ঘর বাধার স্বপ্ন আর সন্তানকে পিতৃ পরিচয় দিতে অবৈধ অনুপ্রবেশ করে বাংলাদেশে স্বামীর কাছে আসেন। 





তাদের কারাগারে পাঠানো হয় শনিবার দুপুরে কুড়িগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এক আদেশে। ফুলবাড়ী সীমান্তের বর্ডার গার্ড বিজিবি এর আগে গত শুক্রবার বিকালে অবৈধ অনুপ্রবেশের দায়ে ওই নারীকে আটক করে। অবৈধ অনুপ্রবেশের দায়ে পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশে হস্তান্তর করা হয়। শনিবার ফুলবাড়ি থানা পুলিশ সুনিয়া সাউকে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক অবৈধ অনুপ্রবেশ মামলায় কারাগারে প্রেরণের আদেশ দেন তাকে। 





ভারতীয় ওই নারীর নাম শ্রীমতি সুনিয়া সাউ (৩০)। তিনি ভারতের ব্লাশপুর ছত্রিশগড় রাজ্যের মঙ্গলী জেলার জেড়াগাও থানার মৃত ফাগুরাম সাউ ও রাজকুমারী দম্পতির মেয়ে। সুনিয়া এক মাস আগে সন্তানসহ সীমান্ত পথে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করেন। তখন থেকে তিনি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর চানদোলার পাড় গ্রামের বাসিন্দা ওবায়দুল হকের বাড়িতে সন্তানসহ বসবাস করছিলেন। 





সুনিয়া সাউ ও ওবায়দুল হকের দাবি, চার বছর আগে কাজের সূত্রে ওবায়দুল ভারতে গেলে সেখানে প্রেমের সূত্রে তারা বিয়ে করেন এবং তাদের একটি সন্তানও হয়। এরপর ওবায়দুল দেশে ফিরে আসলে আর ভারতে ফিরে যাননি। দেশে তার স্ত্রী-সন্তান রয়েছে। 





ওবায়দুল জানান, গত ২৫ জুলাই দুই দেশের দালালের মাধ্যমে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্ত পেরিয়ে সন্তানসহ বাংলাদেশে আসেন সুনিয়া। লালমনিরহাট ১৫-বিজিবি  ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল তৌহিদুল আলম জানান, অবৈধ অনুপ্রবেশ করায় ভারতীয় ওই নারীকে পুলিশে হস্তান্তর করা হয়। 





ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, ওই নারীর বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে মামলা করলে শনিবার দুপুরে তাকে তার সন্তানসহ কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। পরে বিজ্ঞ বিচারক কারাগারে পাঠানো আদেশ দিলে তাদের দুইজনকে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করা হয়।


1 comment:

Post Bottom Ad

Responsive Ads Here