আত্মহত্যা করেছেন তরুণ অভিনেত্রী লরেন মেন্ডেস - News Daily Bangladesh-Latest Online Popular Bangla Newspaper

Breaking

  

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Sunday, August 30, 2020

demo-image

আত্মহত্যা করেছেন তরুণ অভিনেত্রী লরেন মেন্ডেস

Responsive Ads Here

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে যখন গোটা ভারতে তোলপাড়। বাংলাদেশের শোবিজে ঠিক তখনই এবার ঘটে গেল একটি দুর্ঘটনা। শোবিজে পথচলা সবে মাত্র শুরু করেছিলেন, শুরুতেই নিজের লুক দিয়ে দর্শক মন জয় করেতে শুরু করেছিলেন, আর ঠিক তখনই তার মৃত্যুর খবর। বলা হচ্ছে লরেন মেন্ডেস আত্মহত্যা করেছেন। অথচ একটি নাটকের শুটিং করছিলেন গত ২৬ আগস্ট।





তার পারিবারিক সূত্রে জানা গেল, এই তরুণী আজ রবিবার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এখনো এ বিষয়ে কিছুই জানা যায়নি কেন, কি কারণে আত্মঘাতী হলেন তিনি। উল্লেখ্য, ‘ইন্টারনেট শেষ হলেও, নো টেনশন’- এয়ারটেলের বিজ্ঞাপনে ব্যবহৃত এই সংলাপটি দিয়ে আলোচনায় আসেন লরেন। তার পুরো নাম লরেন মেন্ডেস। পরিচিতি পেয়েছেন বিজ্ঞাপন দিয়ে ক্যারিয়ারের শুরুটা নানা পণ্যের ফটোশুট মডেল হিসেবে হলেও। এয়ারটেলের টানা কয়েকটি বিজ্ঞাপনে কাজ করে আলোচনায় চলে আসেন তিনি।





বিজ্ঞাপন ছাড়াও মিউজিক ভিডিওতে তাকে দেখা গিয়েছে। ‘ঘোর’ শিরোনামে তপু খান ও কণার একটি দ্বৈত গানের ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছিলেন তিনি। এছাড়াও ‘তোমার পিছু ছাড়বো না’ শিরোনামের একটি গানের মডেল হয়ে বেশ আলোচনায় আসেন। তাকে দেখা গেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‌‘অমর প্রেম’-এ। সর্বশেষ লরেন শুটিংয়ে অংশ নিয়েছিলেন সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ট্রল’ নাটকের শুটিংয়ে। গত ২৬ আগস্ট অপূর্ব, তাসনিয়া ফারিনদের সঙ্গে এ নাটকের শুটিং করেছিলেন তিনি।


No comments:

Post a Comment

Post Bottom Ad

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *