করোনাভাইরাস পরীক্ষা পদ্ধতি আরো দ্রুত সময়ে করার উদ্যোগ - News Daily Bangladesh-Latest Online Popular Bangla Newspaper

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, November 16, 2020

করোনাভাইরাস পরীক্ষা পদ্ধতি আরো দ্রুত সময়ে করার উদ্যোগ


স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন করোনাভাইরাস পরীক্ষার পদ্ধতি আরো দ্রুত সময়ে আনার প্রক্রিয়া চলবে। স্বাস্থ্যমন্ত্রী জাতীয় সংসদে সোমবার গোলাম মোহাম্মদ সিরাজের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।





কোভিড পরীক্ষার সক্ষমতা বৃদ্ধি ও এ সংক্রান্ত জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে উল্লেখ করেন। তিনি বলেন, বর্তমানে পিসিআর পরীক্ষার পাশাপাশি অন্যান্য আধুনিক ও দ্রুত সময়ে পরীক্ষার পদ্ধতি দেশে আনার প্রক্রিয়া চলছে।





তিনি বলেন, বর্তমানে দেশে কোভিড-১৯ সংক্রমণের হার কম হওয়ার কারণে দেশের মানুষ বেশি বেশি পরীক্ষা করতে চাচ্ছে না। এ কারণে দেশে সর্বোচ্চ সক্ষমতার চেয়েও দৈনিক কম সংখ্যক নমুন সংগ্রহীত হচ্ছে।





মন্ত্রী বলেন, বিশ্বের হাতেগোনা কয়েকটি দেশের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও যুগোপযোগী নেতৃত্বে বাংলাদেশ কোভিড-১৯ মহামারীকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে। তিনি বলেন, বাংলাদেশে সংক্রমণ শুরুর কয়েকমাসের মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে ১১৫টি পিসিআর ল্যাব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।





দৈনিক এ সব ল্যাবে ২০ থেকে ২৫ হাজার পিসিআর পরীক্ষা করা সম্ভব। নমুনা পরীক্ষার সংখ্যা প্রয়োজনীয়তা সাপেক্ষে আরো বাড়ানো যেতে পারে। বর্তমানে প্রতিদিন গড়ে ১৩ থেকে ১৫ হাজার পরীক্ষা সম্পন্ন হচ্ছে।





আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর শোক সাবেক ডেপুটি স্পিকার শওকত আলীর মৃত্যুতে





মন্ত্রী জানান, দৈনিক চাহিদার ওপর নির্ভরশীল কোভিড-১৯ পরীক্ষার হার। বর্তমানে দেশের উপসর্গ ও উপসর্গহীন যে কোনো নাগরিক ও দেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের চাহিদামাত্র কোভিড-১৯ পরীক্ষা করতে পারেন। পরীক্ষার হার বাড়ানোর লক্ষ্যে সরকার সব রকমের জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করেছে।


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here