কেউ বিয়ে করবেন না আমার মেয়েকে, জীবন নরক হয়ে যাবে - News Daily Bangladesh-Latest Online Popular Bangla Newspaper

Breaking

  

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Tuesday, November 17, 2020

demo-image

কেউ বিয়ে করবেন না আমার মেয়েকে, জীবন নরক হয়ে যাবে

Responsive Ads Here

মেয়ের ভালো ঘরে বিয়ে হোক সব বাবা মা-ই চান। মেয়ের গুণের কথা তুলে ধরতে ভুল করেন না পাত্রপক্ষকে আকৃষ্ট করতে। অনেক সময় কেউ কেউ তো বাড়িয়েও বলেন।





কিন্তুু কলকাতার অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর মা কি না নিজের মেয়েরই বদনাম করে বেড়ালেন! ঋতাভরী সম্প্রতি একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তার মাকে সেখানে দেখা গেল, মেয়ের গুণ বাদ দিয়ে দোষের কথাই বলছেন। মেয়েকে যারা বিয়ে করতে চান- তাদের শতরুপার পরামর্শ, 'একদম একে বিয়ে করবেন না, জীবন hell (নরক) হয়ে যাবে। সকালবেলা প্রস্তুত হতে হবে, ওর কীরকম মুড আছে, সেই অনুযায়ী ব্রেকফাস্ট বানাতে হবে।'





আসল কাহিনি কি? ঋতাভরী ভিডিওটি পোস্ট করেছেন মূলত মজা করেই। অভিনেত্রী এতে পরিচালক মা শতরূপা সান্যালকে অনুরোধ করেন, তাকে অনেকেই বিয়ে করতে চায়। তাদের উদ্দেশ্যে মা যেন কিছু বলেন।





আরও পড়ুনঃ তিতলি অভিজ্ঞতা ছাড়াই প্লেন চালাল কলকাতার সিরিয়ালেই সম্ভব!





শতরুপা তখন এসব কথা বলেন। তবে মায়ের কথায় হেসে ফেলে তাকে ক্যামেরার সামনে থেকে সরিয়ে নিয়ে যান ঋতাভরী। আর ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, 'মায়ের কথা বিশ্বাস করবেন না।


Post Bottom Ad

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *