বলিউড সুপারস্টার সালমান খান সহ পুরো পরিবার আইসোলেশনে - News Daily Bangladesh-Latest Online Popular Bangla Newspaper

Breaking

  

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Thursday, November 19, 2020

demo-image

বলিউড সুপারস্টার সালমান খান সহ পুরো পরিবার আইসোলেশনে

Responsive Ads Here

বলিউড সুপারস্টার সালমান খান সপরিবারে আইসোলেশনে আছেন। তারা সবাই আগামী ১৪ দিন আইসোলেশনে থাকবেন।  তবে খান পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি।





‘দাবাং’ সিনেমাখ্যাত এই অভিনেতার ব্যক্তিগত গাড়িচালক অশোকসহ বাড়ির দু’জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। কোভিড-১৯ টেস্টে পজিটিভ হওয়ার পর তাদের বোম্বে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খান পরিবারের সদস্যরা এরপরই নিজেদের আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।





এদিকে সালমানের বাবা-মা সেলিম খান ও সালমা খানের বিবাহবার্ষিকী কয়েকদিন পরই। ধুমধাম করে বিশেষ দিনটি পরিবারের সদস্যরা চেয়েছিলেন উদযাপন করতে। কিন্তু আপাতত তা স্থগিত করা হয়েছে।





সালমান খান ভারতে লকডাউন শুরুর পর করোনা মহামারীর কারণে প্যানভেলে অবস্থিত খামারবাড়িতে ছিলেন। এরপর কিছুদিন আগে তার ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমার শুটিং করেছেন।





আরও পড়ুনঃ কেউ বিয়ে করবেন না আমার মেয়েকে, জীবন নরক হয়ে যাবে





এই অভিনেতা বর্তমানে ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের সঞ্চালনা নিয়ে ব্যস্ত। কিন্তু আইসোলেশনে থাকায় আগামী পর্বগুলোতে তাকে দেখা যাবে কিনা তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।


Post Bottom Ad

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *