বরিশালে পুরুষ নির্যাতন দমন আইন প্রণয়নসহ ২১ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশ মেন'স রাইটস ফাউন্ডেশন নামে একটি সংগঠনের বরিশাল বিভাগীয় শাখার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংগঠনের বিভাগীয় শাখার আহ্বায়ক অ্যাডভোকেট শাহাজাদা পলাশের সভাপতিত্বে সদস্য সচিব সৈয়দ নিলয়, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ও আল-আমিন এবং শাকিল মৃধাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
আরও পড়ুনঃ মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৪ দিনের কোয়ারেন্টাইনে
বক্তারা পুরুষ নির্যাতন দমন আইন প্রণয়ন, লিঙ্গ নিরপেক্ষ আইন বাস্তবায়ন, পরকীয়া প্রতিরোধে নারী ও পুরুষ উভয়ের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন, পুরুষের বিরুদ্ধে মিথ্যা যৌতুক ও নারী নির্যাতন মামলা বন্ধ এবং সম্পর্কের অবনতি হলে পুরুষের বিরুদ্ধে নারীদের ধর্ষণ মামলার প্রতিবাদসহ ২১ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
[…] Nov 20, 2020Nov 20, 2020 Mahfuz Shah […]
ReplyDeleteIts such as you learn my mind! You appear to grasp so
ReplyDeletemuch about this, such as you wrote the book in it or something.
I feel that you simply could do with some p.c. to force the message home a bit, however other
than that, that is great blog. An excellent read.
I'll certainly be back.
Also visit my blog post mascotas