কণ্ঠশিল্পী বেবী নাজনীন অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রের হাসপাতালে ভর্তি - News Daily Bangladesh-Latest Online Popular Bangla Newspaper

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, November 20, 2020

কণ্ঠশিল্পী বেবী নাজনীন অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রের হাসপাতালে ভর্তি


অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রের হাসপাতালে ভর্তি হয়েছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। তিনি যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসনের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার ছোট ভাই এনাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।





জানা যায়, বেবী নাজনীনের আগে থেকে কিডনিজনিত সমস্যা ছিল। জ্বরসহ বেশ কিছু সমস্যা দেখা দেওয়ায় স্থানীয় সময় বুধবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এনাম জানিয়েছেন বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।





বেবী নাজনীন ১৯৭০ এর দশকের শেষ দিকে সংগীত ক্যারিয়ার শুরু করেন। তিনি ক্যারিয়ারের শীর্ষ সময় উপভোগ করেন  পরের দুই দশকে। গায়িকার জনপ্রিয় গানের তালিকায় আছে— এলোমেলো বাতাস, মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে, ঘুম ভাঙ্গায়া গেল রে মরার কোকিলে, দু’চোখে ঘুম আসে না ও কাল সারা রাত ছিল স্বপনের রাত।





আরও পড়ুনঃ বলিউড সুপারস্টার সালমান খান সহ পুরো পরিবার আইসোলেশনে





তিনি ২০০৩ সালে ‘সাহসী মানুষ চাই’ চলচ্চিত্রের গানের জন্য জাতীয় পুরস্কার পান। বেবী নাজনীন একমাত্র ছেলেকে নিয়ে বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।


1 comment:

Post Bottom Ad

Responsive Ads Here