বিরোধী দলেরও আমেরিকার নির্বাচন থেকে শেখার আছে: ওবায়দুল কাদের - News Daily Bangladesh-Latest Online Popular Bangla Newspaper

Breaking

  

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Friday, November 20, 2020

demo-image

বিরোধী দলেরও আমেরিকার নির্বাচন থেকে শেখার আছে: ওবায়দুল কাদের

Responsive Ads Here

‌আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন, আমেরিকার নির্বাচন থেকে শুধু নির্বাচন কমিশন নয়, বিরোধী দলেরও অনেক কিছু শেখার আছে’।





ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক অনুষ্ঠানে আজ শুক্রবার ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিজের সরকারি বাসভবন থেকে অনুষ্ঠানে যোগ দেন। গত ১০ নভেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসন উপনির্বাচনে সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা তুলে ধরতে এক সংবাদ সম্মেলন হয়।





বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে কর্তৃপক্ষ সকল চাপের মধ্যে থেকেও পুরোপুরি অবিচল ছিল এবং জনগণের রায় বহাল রেখেছে। এটাকে বলা হয় গণতন্ত্র’। তিনি বর্তমান আওয়ামী লীগ সরকার ও নির্বাচন কমিশনকে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। 





আজ ওবায়দুল কাদের মির্জা ফখরুলের সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ওই মন্তব্য করলেন। তিনি ফখরুলের উদ্দেশে বলেন, ‌‘দেশের নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এই কমিশন গণতান্ত্রিক প্রক্রিয়ার আওতায় কাজ করছে। তারা ফলো করবে নিজস্ব বিধিবিধান, অন্য দেশে কী হলো তা নয়।’





আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দেশে অবস্থা এমন হয়েছে যে, নির্বাচনে বিএনপিকে নির্বাচন কমিশন কর্তৃক জয় লাভের গ্যারান্টি দিতে হবে। যেন নির্বাচন কমিশনের মূল দায়িত্ব হবে বিএনপিকে জয়ী করা।





আরও পড়ুনঃ মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৪ দিনের কোয়ারেন্টাইনে





সরকার, নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার ওপর বিএনপি পরাজিত হলে দায় চাপায়। আর জয়ী হলে বলে, সরকার হস্তক্ষেপ না করলে আরও বেশি ভোটে জিততে পারতো।’


Post Bottom Ad

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *