চ্যাম্পিয়ন্স লিগ অল্পের জন্য হাতছাড়া হয়েছিল। ছুটি কাটাতে উড়ে গিয়েছিলেন তারপরই ইবিজায়। পার্টি করেছিলেন দলেরই সহ-খেলোয়াড়দের সঙ্গে। ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের আর সেটাই এবার হয়তো কাল হলো।
একটি ফরাসি সংবাদমাধ্যমে বুধবারের দাবি অনুযায়ী, নেইমার করোনায় আক্রান্ত। টিম ম্যানেজমেন্ট এমনকি আরও দু–তিনজন পিএসজি খেলোয়াড়ের আক্রান্ত হওয়ার আশঙ্কা করছে। ইতোমধ্যে ক্লাবের পক্ষ থেকে তিনজনের করোনা আক্রান্ত হওয়ার কথা স্বীকার করে নেওয়া হলেও তাদের নাম প্রকাশ্যে আনা হয়নি। পিএসজির পক্ষ থেকে এর আগে গত ৩১ আগস্ট টুইট করে জানানো হয়, করোনা আক্রান্ত দলের দুই খেলোয়াড়। জানা যায়, তারা হলেন অ্যাঞ্জেল দি মারিয়া এবং লিও প্যারাডেস।
এদিকে, দু’জনেই কয়েকদিন আগেই নেইমারের সঙ্গে ইবিজায় গিয়েছিলেন। সঙ্গে ছিলেন কেলর নাভাস, অ্যান্ডার হেরেরা, মাউরো ইকার্ডির মতো তারকারও। তাদেরও আক্রান্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আর এসবের মধ্যেই বুধবার ফরাসি সংবাদমাধ্যম ‘লেকুইপ’ জানায়, নেইমার করোনায় আক্রান্ত। কেলর নাভাসেরও আক্রান্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
No comments:
Post a Comment