স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের চতুর্থ টেস্টেও করোনাভাইরাসের ফলাফল নেগেটিভ এসেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মঙ্গলবার রাত ১১টার দিকে জানানো হয় যে, তার করোনার নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ। আসাদুজ্জামান কামাল মঙ্গলবার দ্বিতীয় দফায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন।
তিনি এর আগে, গত শুক্রবার আইইডিসিআরে নমুনা পরীক্ষা করিয়েছিলেন, তাতে ফল পজিটিভ আসে। পরে রাজারবাগ সম্মিলিত পুলিশ হাসপাতালে রবিবার করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে।
এর পরদিন রাজধানীর ডিএমএফআর মলিকিউলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিকের তৃতীয় দফায় মন্ত্রীর নেগেটিভ আসে। আইইডিসিআরে মঙ্গলবার চতুর্থ দফায় মন্ত্রীর নেগেটিভ ফল এসেছে।
আরও পড়ুনঃ ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড ও ডিএনএ পরীক্ষা বাধ্যতামূলক সংসদে বিল পাস
জনসংযোগ কর্মকর্তা অপু বলেন, ‘মাননীয় মন্ত্রী সম্পূর্ণ সুস্থ রয়েছেন এবং উনার কোনো ধরনের লক্ষণ নেই।
No comments:
Post a Comment