বাঙালি যুবক মঙ্গলগ্রহে ১ একর জমি কিনলেন! তার দলিলও পেলেন - News Daily Bangladesh-Latest Online Popular Bangla Newspaper

Breaking

  

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Wednesday, August 26, 2020

demo-image

বাঙালি যুবক মঙ্গলগ্রহে ১ একর জমি কিনলেন! তার দলিলও পেলেন

Responsive Ads Here

বাঙালির চাঁদ পেরিয়ে নজর এখন মঙ্গলগ্রহে! বাঙালি তাই জমি কিনতে উদ্যোগী এবার লালগ্রহে। ভারতের হুগলি শ্রীরামপুরের বাসিন্দা শৌনক দাস ইতিমধ্যেই মঙ্গলে জমি কিনে ফেললেন।





লাখ লাখ টাকা খরচ করতে হয়নি শৌনককে লালগ্রহে জমি কিনতে। সদ্য বিবাহিত শৌনক দাস বলা যেতে পারে একেবারে ‘পানির দরে’ই মঙ্গলে গ্রহে জমি কিনে ফেলেছেন। মঙ্গলে ১ একর জমির দাম পড়েছে মাত্র ৩,০০০ রূপি! কিন্তু কোনও দিন কী মঙ্গলে আর যাওয়া যাবে! এ বিষয়ে শৌনকের মত, বিজ্ঞান, প্রযুক্তি যে গতিতে উন্নত হচ্চে তাতে অদূর ভবিষ্যতে মঙ্গল গ্রহও হয়তো মানুষের বাসযোগ্য হয়ে উঠবে। নাসা ইতিমধ্যেই শৌনকের নামে একটি চিপ মঙ্গলে পাঠিয়েছে। শৌনক সম্প্রতি, জমির দলিলও হাতে পেয়েছেন।





একটি বেসরকারি সংস্থায় শৌনক বর্তমানে কর্মরত। নাসা ২০২৪ সালে চাঁদে লোক পাঠানোর পরিকল্পনা করছে। চন্দ্রযান এবং মঙ্গল যানের জন্য অভিযাত্রীদের ব্যবহারযোগ্য উপযুক্ত শৌচালয় বানাতে হবে। শৌনক সমস্ত দিক বিচার বিবেচনা করে চন্দ্রযানের সেই নকশাই বানাচ্ছেন।


Post Bottom Ad

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *