প্রকাশ করা হয়েছে ২০২০-২১ সালের একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল।
একাদশ শ্রেণির ভর্তির ফল মঙ্গলবার রাতে প্রকাশ করা হয়েছে। সারাদেশে প্রথম ধাপে কলেজে ভর্তি হতে মোট ১৩ লাখ ৪২ হাজার ৬৯৩ জন আবেদন করেছিল। তাদের মধ্যে ভর্তির জন্য মনোনীত হয়েছে ১২ লাখ ৭৭ হাজার ৭২১ জন। প্রকাশিত ফল অনুযায়ী, ঢাকা বোর্ডের আওতায় বিভিন্ন কলেজে দুই লাখ ৮৮ হাজার ২৯৮ জন রয়েছে।
এসএমএসে শিক্ষার্থীদের ফল জানানো হবে। একইসাথে একটি সিকিউরিটি কোড পাঠানো হবে। ভর্তি নিশ্চয়নের জন্য এ কোডটি সংগ্রহ করতে হবে। এছাড়াও ভর্তির নির্ধারিত ওয়েবসাইটেও http://www.xiclassadmission.gov.bd একাদশ শ্রেণিতে ভর্তির ফল জানা যাবে।
No comments:
Post a Comment