ওবায়দুল কাদেরের বিএনপির কাছে ৪টি প্রশ্ন - News Daily Bangladesh-Latest Online Popular Bangla Newspaper

Breaking

  

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Thursday, December 1, 2022

demo-image

ওবায়দুল কাদেরের বিএনপির কাছে ৪টি প্রশ্ন

Responsive Ads Here

Obaidul%20Quader

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ১০ ডিসেম্বরের সমাবেশকে ঘিরে বিএনপির কাছে চারটি প্রশ্ন রেখেছেন

তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন,  তারা ১০ ডিসেম্বর কেন তাদের সমাবেশ বেছে নিয়েছে? বাংলাদেশের ইতিহাস  বিএনপি কি জানে না?

ওবায়দুল কাদের আরও প্রশ্ন রাখেন,  সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি সমাবেশের জন্য কেন যেতে চায় না? তাদের পার্টি অফিসের সামনে বিএনপি কেন এতো ছোট এলাকায় সমাবেশ করতে চায়? বুধবার (৩০ নভেম্বর) তিনি সচিবালয়ে ব্রিফিংকালে বিএনপির উদ্দেশে এসব প্রশ্ন রাখেন।

সেতুমন্ত্রী বলেন, ১৯৭১ সালে এই ১০ ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যার নীল নকশা বাস্তবায়নে প্রক্রিয়া শুরু হয়। পাক-হানাদার বাহিনী ও  আলবদর বাহিনী ১০ ডিসেম্বর সাংবাদিক সিরাজ উদ্দিন হোসেন এবং সাংবাদিক সৈয়দ নাজমুল হককে উঠিয়ে নিয়ে যায় ৷ এই বুদ্ধিজীবি হত্যার মতো নৃশংসতম ঘটনা ১০ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে সংগঠিত হয়।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, চিকিৎসকদের ধরে নিয়ে গিয়ে হত্যা করা হয়। বিএনপি সমাবেশের জন্য  সেই ১০ ডিসেম্বর কেন বেছে নিল? এটাই এখন প্রশ্ন? প্রশ্ন রেখে এ আ.লীগ নেতা বলেন, সোহরাওয়ার্দী উদ্যান ঐতিহাসিক স্থান, সোহরাওয়ার্দী উদ্যানে কেন বিএনপি যেতে চায় না ।

পাক-হানাদাররা যেখানে মুক্তি বাহিনী ও মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। সেই সোহরাওয়ার্দী উদ্যানে কেন বিএনপির অপছন্দ? সোহরাওয়ার্দী উদ্যান ঐতিহাসিক উদ্যান। বিশাল জায়গা এখানে। আওয়ামী লীগের সব সমাবেশ ও জাতীয় সম্মেলন এখানেই হয়।

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী  বলেন, ১৯৭১ সালে ৭ মার্চ ভাষণ বিএনপির পছন্দ নাও হতে পারে। যদিও জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে সর্বকালের অন্যতম সেরা ভাষণ হিসেবে।

কাদের বলেন, বিএনপি তাদের পার্টি অফিসের সামনে ৩৫ হাজার স্কোয়ারের ফিটের মতো একটা ছোট জায়গায় তাদের সমাবেশের বেছে নিল কেন? পার্টি অফিসে সমাবেশ করার জন্য বিএনপির এতো দৃঢ়তা কেন? এখানে তাদের কি কোন বদ উদ্দেশ্য আছে? কোন মতলবে তারা এটা চায়? 

আওয়ামী লীগ ১০ ডিসেম্বর সতর্ক পাহারায় থাকবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি সমাবেশকে ঘিরে সহিংসতার উপাদান যুক্ত করলে আওয়ামী লীগ সমুচিত জবাব দেবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *