পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কাতার বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড আগেই নিশ্চিত হওয়ায় নির্ভার। ব্রাজিল জি গ্রুপে ক্যামেরুনের বিরুদ্ধে নিজেদের শেষ ম্যাচে রাতে মাঠে নামছে। লুসাইল আইকনিক স্টেডিয়ামে স্থানীয় সময় রাত ১০টায় (বাংলাদেশ সময় রাত ১টা) অনুষ্ঠিত হবে ম্যাচটি।
সিলেকাওদের এই ম্যাচে একটা পয়েন্ট পেলেই গ্রুপ সেরা হিসেবে নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাবে। অবশ্য গ্রুপের অপর ম্যাচে সার্বিয়ার বিপক্ষে সুইসরা পয়েন্ট হারালে এমনিতেও গ্রুপ সেরা হবে ব্রাজিল।
ব্রাজিল ক্যামেরুনের বিপক্ষে এর আগে ৬টা ম্যাচ খেলেছে। এর মধ্যে পাঁচবারই জয় পেয়েছে সিলেকাওরা। একবার জয় পেয়েছে ক্যামেরুন। ২০০৩ সালে ফিফা কনফেডারেশন্স কাপে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছিলেন স্যামুয়েল ইতোরা। বিশ্বকাপে দুই দল দু'বার মুখোমুখি হয়েছে। ১৯৯৪ সালে ব্রাজিল জয় পেয়েছে ২-০ গোলে। ২০১৪ সালে সিলেকাওরা ৪-১ গোলে হারিয়েছে ক্যামেরুনকে।
No comments:
Post a Comment