শাহবাগে ‘শিকলবন্দি সমাবেশে’ চাকরির বয়সসীমা ৩৫ দাবি - News Daily Bangladesh-Latest Online Popular Bangla Newspaper

Breaking

  

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Friday, November 13, 2020

demo-image

শাহবাগে ‘শিকলবন্দি সমাবেশে’ চাকরির বয়সসীমা ৩৫ দাবি

Responsive Ads Here

চাকরি প্রার্থীরা শাহবাগে ‘শিকলবন্দি সমাবেশ’ করেছে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫-এ উন্নীত করা ও আবেদন ফি কমানোসহ চার দফা দাবিতে। 





অর্ধশতাধিক চাকরিপ্রার্থী শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে শুক্রবার বিকেলে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র কল্যাণ পরিষদে’র ব্যানারে এই কর্মসূচিতে অংশ নেন। তাদের দাবিসমূহের মধ্যে আছে,
১. চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করা;
২. আবেদন ফি কমিয়ে ৫০-১০০ টাকার মধ্যে নির্ধারণ করা;
৩. নিয়োগ পরীক্ষাগুলো জেলা কিংবা বিভাগীয় পর্যায়ে নেওয়া;
৪. নিয়োগ প্রক্রিয়া তিন থেকে ছয় মাসের মধ্যে সম্পন্নসহ সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা প্রভৃতি। 





ছাত্রকল্যাণ পরিষদের প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজী সমাবেশে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গড়তে হলে দেশের সকল নাগরিকের কর্মসংস্থানের ব্যবস্থা করা একান্ত প্রয়ােজন। একই সাথে সেশনজট ও শিক্ষা ব্যবস্থার কারণে যারা উচ্চশিক্ষা গ্রহণ করতে প্রায় ৩০ বছর পার করে ফেলেন সেসব মেধাবী শিক্ষার্থীকে রাষ্ট্রের উন্নতির প্রয়োজনে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করা একটি যৌক্তিক দাবি। এসব শিক্ষার্থীকে ৩০ এর পরেই মেয়াদ উত্তীর্ণ ঘোষণা করা এক ধরনের মানবতাবিরোধী কাজ। 





তিনি বলেন, যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছি। আমাদের এই যৌক্তিক দাবিকে সরকার তোয়াক্কা না করে বেকার শিক্ষিত সমাজকে অপমান-অবহেলা-অবমাননা করেই আসছে। অথচ এই সরকারই কথা দিয়েছিল ক্ষমতায় আসার আগে তারা চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করবে।





আরও পড়ুনঃ রাজশাহীর মেয়র লিটন কন্যা ডা. অর্ণা বিয়ের পিঁড়িতে বসলেন





লাখ লাখ মেধাবী শিক্ষার্থী ও যুব সমাজকে বয়সের শিকল হতে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান  জানান তিনি।


Post Bottom Ad

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *