অভিনেতা তাহসান অভিনয়কে বিদায় জানাচ্ছেন - News Daily Bangladesh-Latest Online Popular Bangla Newspaper

Breaking

  

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Tuesday, November 8, 2022

demo-image

অভিনেতা তাহসান অভিনয়কে বিদায় জানাচ্ছেন

Responsive Ads Here

%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A8%20%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8

বাংলাদেশি শোবিজ তারকাদের মধ্যে তাহসান খান অন্যতম মেধাবী ও প্রতিভাবান ব্যক্তিত্ব। শোবিজে তিনি গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক-বিভিন্ন পরিচয়ে পরিচিত। এমনকি অভিনেতার পাশাপাশি শিক্ষক হিসাবেও কাজ করছেন। পেশাগত জীবনে যে কয়টি শাখায় তিনি কাজ করেছেন সবকটিতেই তার রয়েছে দক্ষতা ও জনপ্রিয়তা। অভিনয় নিয়েই সর্বশেষ তিনি ব্যস্ত ছিলেন। নাটক ও সিনেমার যে কয়টিতেই কাজ করেছেন সবকটিতেই রয়েছে তার সাফল্য। সবসময়ই দর্শকদের ভালোবাসা পেয়েছেন

দর্শকদের সম্প্রতি নতুন গানের সুখবর দিলেও দর্শকনন্দিত এ প্রিয়মুখ হঠাৎ অভিমানের কথাও প্রকাশ করেছেন! তিনি অভিনয় থেকে বিরতি নিচ্ছেন! কিন্তু কেন? কোনো অভিমান, ক্ষোভ নাকি ক্লান্তি? তাহসান বলেন, ‘আসলে বয়সের সঙ্গে সঙ্গে মন ও চাহিদার অনেক পরিবর্তন আসে। আমার বেলায়ও তাই। আমি মনে করি, আমার যে বয়স, সে অনুযায়ী আমার বিরতি নেওয়া উচিত। তা ছাড়া সংগীত আমার কাছে সবচেয়ে ভালোলাগা ও ভালোবাসার জায়গা। সংগীতে অনেক দিন ধরে অনিয়মিত কাজ করছি। সংগীতে এখন থেকে নিয়মিত হতে চাই।

দীর্ঘদিন সংগীত, অভিনয় ও মডেলিং একই সঙ্গে করছিলেন। এখনো চাইলেই পারেন? এমন প্রশ্নের জবাবে তাহসান বলেন, ‘প্রতিটি কাজ ভালোবেসে মনোযোগ দিয়ে করা উচিত। একাধিক কাজ একসঙ্গে করলে সেটি অনেকাংশে সুন্দর হয়ে ওঠে না। তাই আমি আর একাধিক কাজ একসঙ্গে করতে চাই না। সে জন্য সচেতনভাবে অভিনয় থেকে বিরতি নিয়ে গানে মনোযোগী হচ্ছি। এ বিরতি দু-তিন বছর কিংবা তারও বেশি সময়ের জন্য হতে পারে। তবে অভিনয় আর না করলেও আমার কোনো কষ্ট থাকবে না

অভিনয় থেকে বিরতি নিলেও অন্যান্য কাজ কীভাবে করবেন? এ প্রসঙ্গে তাহসান বলেন, ‘এখন থেকে পুরোদমে গান নিয়েই ব্যস্ত থাকব। শিক্ষকতাও চালিয়ে যাব। পাশাপাশি কবিতা চর্চাও করছি। আগামীতে বই বের করারও ইচ্ছা আছে।

‘সেই তুমি কে’ নামে সম্প্রতি তাহসান একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানের ভিডিও এরই মধ্যে প্রকাশ হয়েছে। মডেল হিসাবেও এতে তাকেই দেখা গেছে। এ ছাড়া তিনি জানিয়েছেন নতুন গান নিয়ে কাজ করছেন বলে। পাশাপাশি শীতের কনসার্টে অংশগ্রহণের জন্যও প্রস্তুতি নিচ্ছেন। এদিকে ‘নো ল্যান্ডস ম্যান’ নামে শতাহসান অভিনীত একটি সিনেমাও মুক্তির অপেক্ষায় আছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *