তসলিমা নাসরিন যা বললেন গুলতেকিনের বিয়ে নিয়ে - News Daily Bangladesh-Latest Online Popular Bangla Newspaper

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, March 21, 2020

তসলিমা নাসরিন যা বললেন গুলতেকিনের বিয়ে নিয়ে


সম্প্রতি বিশিষ্ট লেখক হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী গুলতেকিন খান এবং আফতাব আহমেদ বিয়ে করেছেন। আলোচনাটা যেন থামছেই না এই বিয়ে নিয়ে। তসলিমা নাসরিনও এবার উস্কে দিলেন বিয়ের খবরে। গুলতেকিন খানের বিয়ে প্রসঙ্গে নিজের ফেসবুকে দেয়া পোস্টে বলেছেন, বুড়া বয়সে বিয়া করার সিদ্ধান্তে হুময়ুনের বউ কিন্তু নারী স্বাধীনতার উদাহরণ নয়। তিনি বলেন, স্বামীর জন্য সেক্রিফাইস করে নাই যে মহিলা, নিজের সাধ আহ্লাদ বিসর্জন দেয় নাই পুলাপানের কথা ভাইবা, হুমায়ুনের বউয়ের মতো বিয়া একবার সে করতে চাক না বুড়া বয়সে, মানুষ গাইল্যাইয়া তার গুস্টি উদ্ধার করবো।





পোস্টটি হুবহু তুলে ধরা হলো।





ফেসবুক হুমায়ুনে টইটম্বুর। হুমায়ুনের বউ বুড়া বয়সে বিয়া করছে, তাতেও হাত্তালির সীমা নাই। মহিলারা বুড়া বয়সে বিয়া করলে সমাজ কোনও প্রব্লেম করে না, উল্ডা খুশি হয়, কবে হইলো বাংলাদেশ এত্ত উদার, এত্ত নারী ফ্রেন্ডলি? আমার বয়সও তার মতই, কিন্তু আমি যদি এখন বিয়া করছি ঘোষণা দেই, আমার চামড়া ছিইল্ল্যা মাইনষে লবন লাগাইবো, আর আমারে জ্যান্ত কব্বর দিবো, ফেসবুক ভাসাইয়া ফেলবো খাপসা গালি দিয়া, আমারে কুত্তা দিয়া কী করবো কইয়া, আর আমার ইনবক্স গান্ধা বানাইবো তাগোর ইয়ের ছবি পাঠাইয়া। হুমায়ুন তার বউরে তালাক দিয়া কচি একটা ছেড়িরে বিয়া কইরা দূরে চইলা গেসে, আমোদে আহ্লাদে রাজার জীবন যাপন করছে, খরচপাতি দেয় নাই, বউ এক্লা এক্লা পুলাপান মানুষ করছে, -- এই কারণে বউয়ের লাইগ্যা মাইনষের করুণা জন্ম নিসে। এত সেক্রিফাইস যে করছে স্বামীর জন্য, নিজের লেখাপড়া ছাইরা স্বামীর সেবা যত্ন করছে, স্বামী মইরা যাওয়ার পর, পুলাপান বড় হইয়া যাওয়ার পর না হয় তার একটু সাধ আহ্লাদ মিটাক। অভিনন্দন ওই করুণা থেইকাই আসতাসে।





আমার কথা বাদ দিলাম। অন্য কোনও মহিলা, যে মহিলা স্বামীর জন্য সেক্রিফাইস করে নাই, পুলাপানের কথা ভাইবা নিজের সাধ আহ্লাদ বিসর্জন দেয় নাই, হুমায়ুনের বউয়ের মতো বুড়া বয়সে বিয়া একবার সে করতে চাক না--- গাইল্যাইয়া তার গুস্টি উদ্ধার করবো মানুষ। এক মহিলার বুড়া বয়সের বিয়া মাইনা নিসে সমাজ। তার মানে কিন্তু মেয়ে- মহিলারা যা ইচ্ছা তাই করনের সুযোগ পাইয়া গেসে তা না। পাইয়া গেসে ভাইব্যা সুখ পাওয়ার কিছু নাই। বিয়া করাডার নাম নারী স্বাধীনতা না। বরং উল্ডা। বিয়া না কইরা, ত্যাগ না কইরা, মাইনষের করুনার পাত্রী না হইয়া, পরনির্ভর না হইয়া, মাথা উচা কইরা বাচার নাম নারী স্বাধীনতা। ভুইলা গেলে চলবে না বিয়া জিনিস্টাই নারী বিরোধী।


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here