কানাডা আগামী ২০২৫ সালের মধ্যে ১৪ লাখ ৫০ হাজার অভিবাসী নিতে চায়। প্রায় ১০ লাখ পদ সারা দেশে খালি আছে। কানাডা বিদেশিদের দিকে হাত বাড়াচ্ছে এসব পদ পূরণের জন্য। শ্রমিক সংকট কাটিয়ে উঠতে চায় তারা। আগামী তিন বছরে তারা রেকর্ড ভঙ্গ করে অভিবাসী নিতে চায়। অনলাইন নিউ ইয়র্ক টাইমস এ খবর দিয়েছে। এতে বলা হয়, সরকার ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে ১৪ লাখ ৫০ হাজার অভিবাসীকে আকৃষ্ট করতে নতুন পলিসি নিয়েছে। কানাডার অভিবাসন বিষয়ক মন্ত্রী সিন ফ্রাসার মঙ্গলবার এ ঘোষণা দিয়েছেন। গত সপ্তাহে দেশটির একটি জনশুমারি বিষয়ক এজেন্সি ঘোষণা করেছে যে, কানাডায় প্রতি ৫ জন মানুষের মধ্যে কমপক্ষে একজন অভিবাসী। এতে জনসংখ্যাতত্ত্ব পাল্টে যাচ্ছে। তার ওপর নতুন ঘোষণা আরও বড় প্রভাব ফেলবে।
ইউনিভার্সিটি অব বৃটিশ কলাম্বিয়ার লেকচারার ও আইনজীবী সালিমা সামনানি বলেন, জাতীয় মূল্যবোধ এবং অভিবাসীদের একই রকম অবস্থানের বিষয় নতুন করে বর্ণবাদের ঝুঁকি সৃষ্টি করতে পারে। সামনানির পরিবার ভারতীয়। তারা অভিবাসী হয়েছেন কেনিয়া থেকে কানাডায়, তার বয়স যখন োমাত্র ১২ বছর। বলেছেন, তিনি এই বর্ণবাদের শিকার হয়েছেন। নতুন জীবনে তাকে সমাজে একপেশে করে রাখা হতো। স্কুলে তার সঙ্গে অশোভন আচরণ করা হতো। স্টোরে সার্ভিস নিতে গেলেও তাই। গণপরিবহনও তাই। তিনি বলেন, আমি বুঝতাম না কানাডায় নতুন অভিবাসীদের জীবন মানিয়ে নেয়া কতোটা কঠিন। বিশেষ করে তিনি যদি একজন অ-শ্বেতাঙ্গ হন।
কানাডায় যেসব নতুন অভিবাসী সবচেয়ে বেশি যান, তারা হয়তো এশিয়ার না হয় আফ্রিকার। শুমারি বিষয়ক এজেন্সি বলছে, ২০৪১ সালের মধ্যে কানাডার প্রতি চার জনের একজন হবেন এসব মহাদেশের। কানাডা সরকার ২০২৩ সালে ৪ লাখ ৬৫ হাজার স্থায়ী বাসিন্দা নিতে চায়। ২০২৪ সালে ৪ লাখ ৮৫ হাজার, ২০২৫ সালে ৫ লাখ। একথা বলা হয়েছে ইমিগ্রেশন লেভেলস প্ল্যানে। গত বছরের তুলনায় ২০২৫ সালে যে পরিমাণ নতুন অভিবাসী নেয়ার কথা বলা হয়েছে তা শতকরা ২৩ ভাগ বেশি।
জাতীয় শুমারি বিষয়ক এজেন্সি গত সপ্তাহে নতুন ডাটা প্রকাশ করেছে। তাতে দেখা যায়, শতকরা ২৩ ভাগই কানাডার জনসংখ্যার মধ্যে অভিবাসী। ১৮৬৭ সালের কনফেডারেশনের পর এই হার সর্বোচ্চ। ওই সময়ে প্রথমবার চারটি প্রদেশ একত্রিত হয়ে গঠন করে কানাডা। স্ট্যাটিসটিকস কানাডা পূর্বাভাস করেছে যে, দুই দশকের মধ্যে কানাডার জনসংখ্যার শতকরা ২৯ থেকে ৩৪ ভাগ হবেন অভিবাসী। ১৯৯০-এর দশক থেকে কানাডা অধিক সংখ্যক অভিবাসীকে ঠাঁই দিয়েছে। গড়ে প্রতি বছর তারা প্রায় দুই লাখ ৩৫ হাজার নতুন অভিবাসীকে আশ্রয় দিয়েছে।
No comments:
Post a Comment