আমেরিকার ভিসা পেলেন অপু ও জয়, শাকিব যাচ্ছেন জানুয়ারিতে - News Daily Bangladesh-Latest Online Popular Bangla Newspaper

Breaking

  

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Friday, November 25, 2022

demo-image

আমেরিকার ভিসা পেলেন অপু ও জয়, শাকিব যাচ্ছেন জানুয়ারিতে

Responsive Ads Here
Shakib%20apu%20joy

অভিনেত্রী শবনম বুবলী সময়ের আলোচিত নায়িকা। ৩৩-এর কোটা পার করে পা রাখলেন ৩৪-এ গেল ২০ নভেম্বর। তিনি নিজেই জানিয়েছেন এবারের জন্মদিনে ঢালিউড কিং শাকিব খান তাকে ডায়মন্ডের নাকফুল দিয়েছেন  বলে।  এরপরই শুরু হয় নতুন সমালোচনার।

বুবলীর এমন কথা শুনে অপু নিজের ফেসবুক এক পোস্টের মাধ্যমে বুবলীকে খোঁচা দেন। পাল্টা খোঁচা দিয়ে পরে বুবলীও সমতা আনেন বিতর্কে। এই দুই অভিনেত্রীকে ঘিরে বাক যুদ্ধ শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

এদিকে শাকিব যেন ঘি ঢেলে দিলেন অপু-বুবলীর বাক যুদ্ধের মাঝে। গণমাধ্যমকে এই সুপারস্টার জানান, সন্তান বীর ছাড়া বুবলীর সঙ্গে অন্য বিষয়ে কথা হয় না। নাকফুলের তো প্রশ্নই আসে না।

বুবলীকে নিয়ে শাকিবের এমন মন্তব্যের পর গুঞ্জন উঠেছে শাকিব ও অপুর সম্পর্কে জোড়া লাগছে ফের। ঠিক সেই সময়ই অপু ও তার সন্তান জয় পেয়েছেন আমেরিকার ভিসা। এই ভিসা পাওয়ার খবরে যুক্তরাষ্ট্রে শাকিব-অপুর নতুন করে সংসার পাতার গুঞ্জনটি ফের উঁকি দিচ্ছে।

২৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন অপু ও জয়। অপুর ঘনিষ্ঠ একটি সূত্র জানান, তিনি আসছে জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে উড়াল দিতি পারেন। শাকিবও একই মাসে দেশটিতে যেতে পারেন। শেষ পর্যন্ত কি হয় সেটাই এখন দেখার বিষয়। হয়তো সব প্রশ্নের উত্তর সময়ই বলে দিবে!

No comments:

Post a Comment

Post Bottom Ad

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *