ভারতীয় ক্রিকেটার প্রথমবারের মতো বিপিএলে খেলতে আসছেন - News Daily Bangladesh-Latest Online Popular Bangla Newspaper

Breaking

  

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Wednesday, November 23, 2022

demo-image

ভারতীয় ক্রিকেটার প্রথমবারের মতো বিপিএলে খেলতে আসছেন

Responsive Ads Here

PSX_1
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর আগামী বছরের শুরুতে মাঠে গড়াতে যাচ্ছে। ফ্রাঞ্চাইজিগুলো ইতোমধ্যে দল গোছাতে শুরু করেছে। চলতি মাসেই ড্রাফ্ট অনুষ্ঠিত হবে। একই সময় তিনটি আলাদা আলাদা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চালু থাকায় বিপিএলে বিদেশি খেলোয়াড় সংকট ছিল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তান সেই সময় সিরিজ বাতিল করায় সব শঙ্কা দূর হয়ে যায়।

পাকিস্তানি ক্রিকেটার ইতোমধ্যে অনেক অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে চুক্তি করেছেন। অন্য দেশের ক্রিকেটাররাও রয়েছেন। তবে ভারতীয় ক্রিকেটারকে গত আট আসরে কোনও বিপিএল মাতাতে দেখা না গেলেও এবারের আসরে দেখা যাওয়ার সম্ভাবনা জেগেছে। ভারতীয় ক্রিকেটার প্রথমবারের মত বিপিএলে অংশ নিতে যাচ্ছেন। ক্রিকেটপ্রেমীদের মাঝে এমন খবর নিঃসন্দেহে বাড়তি উত্তেজনা বিরাজ করছে। ভারতীয় ক্রিকেটার উন্মক্ত ভারত ঠাকুর চাঁদ বিপিএলের ড্রাফটে নাম দিয়েছেন।

২০১২ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চাঁদের নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন হয়। প্রথম শ্রেণীর ক্রিকেটে ছাঁদের ৩ হাজারের উপরে রান রয়েছে। অর্ধশত আছে ১৬টি,শতক আছে ৮টি। ঘরোয়া টি-টোয়েন্টি খেলেছেন ৭৯টি। রান আছে ১ হাজার ৬০০। ফিফটি আছে ৫টি, সেঞ্চুরি আছে ৩টি।

এছাড়াও বিগব্যাশে তিনি মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলেছেন। ঢাকা প্রিমিয়ার লিগে চাঁদ এর আগে তিন মৌসুম খেলেছেন। বিপিএলের ড্রাফটে এই প্রথম।

ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের খেলোয়াড়দের অন্য কোন লিগে খেলতে দেয় না। কিন্তু চাঁদ বিপিএল খেলার জন্য বিসিসিআইয়ের কোন নিয়ম ভাঙেনি। মূলত তিনি ভারত ছেড়ে আমেরিকায় পাড়ি জমিয়েছেন। সেখানকার ঘরোয়া ক্রিকেট লিগে নিয়মিত খেলছেন।

চলতি মাসের ২৩ নভেম্বর বিপিএলের নিলাম। নবম আসর শুরু হবে ২০২৩ সালের ৫ জানুয়ারী আর শেষ হবে ১৬ ফেব্রুয়ারি।

No comments:

Post a Comment

Post Bottom Ad

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *