শাকিব খান কি তাহলে অপু বিশ্বাস বা বুবলীর নয়, পূজা চেরির স্বামী? - News Daily Bangladesh-Latest Online Popular Bangla Newspaper

Breaking

  

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Sunday, October 9, 2022

demo-image

শাকিব খান কি তাহলে অপু বিশ্বাস বা বুবলীর নয়, পূজা চেরির স্বামী?

Responsive Ads Here
Shakib%20vs%20Puja


সংবাদমাধ্যম-সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সবখানেই সাম্প্রতিক সময়ে আলোচনার বিষয়বস্তুতে কেবলই শাকিব-বুবলী। বিভিন্ন মহলে এ জুটির সঙ্গে শোনা যাচ্ছে ঢালিউডের এ প্রজন্মের নায়িকা পূজা চেরির নামও। বাতাসে গুঞ্জন, পূজা শাকিব খানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন! গুঞ্জনের সত্যতা যদিও নিশ্চিত করা যায়নি।


চিত্রনায়ক শাকিব খান ও নায়িকা শবনম বুবলীকে সন্তান নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেও আজ শুটিং করতে দেখা গেছে। তবে পূজা চেরীকে কোথাও দেখা যাচ্ছে না। না সামাজিক মাধ্যমে, না অফলাইনে।


আলোচিত নায়িকা পূজা চেরি এখন কোথায় সেটা স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। চাঞ্চল্য সৃষ্টি করেছে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই, উইকিপিডিয়ার দেয়া তথ্যে! উইকিপিডিয়ায় কি আছে?


অনলাইনে সার্চ দিতেই পূজা চেরি সম্পর্কে জানতে তথ্য-উপাত্তের ক্ষেত্রে বিশ্বব্যাপী প্রবাহমান এই মুক্ত এনসাইক্লোপেডিয়া জানাচ্ছে, ২২ বছরে পা দেয়া এই লাস্যময়ীর বাড়ি খুলনাতে এবং তিনি পড়াশুনা করেছেন মগবাজার গার্লস হাইস্কুলে এবং সিদ্ধেশ্বরী কলেজে।


তবে এসব তথ্যকে ছাপিয়ে যে তথ্যটি সবার মাঝে চাঞ্চল্য সৃষ্টি করেছে, তা হলো- পূজা চেরীর স্বামী হিসেবে নায়ক শাকিব খানকেই শো করছে উইকিপিডিয়া। উইকি জানাচ্ছে, ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে ২০২২ সালেই বিয়ে করেছেন পূজা।


এ বিষয়ে জানতে ফোন করা হয় নায়িকার ব্যক্তিগত নাম্বারে। একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি তাকে। এমনকি বন্ধ পাওয়া গেছে পূজা চেরির মা ঝর্ণা রায়ের নাম্বারটিও। অবশ্য পরক্ষণেই তথ্যটি সরিয়ে ফেলে ইউকিপিডিয়া কর্তৃপক্ষ।


চিত্রনায়িকা পূজা চেরির সর্বশেষ দেখা পাওয়া গিয়েছিল গত ২৬ সেপ্টেম্বর। ‘হৃদিতা’ নামক সিনেমার গান প্রকাশ অনুষ্ঠানে। নায়িকার ফেসবুকেও সর্বশেষ পোস্টটিও ছিল ২৬ সেপ্টেম্বর রাত ১০টা ১৭ মিনিটে, ‘ঠিকানা বিহীন’ শিরোনামে ওই গানটি শেয়ার করেন তিনি। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও পাওয়া যাচ্ছে না পূজাকে।


পূজার এ নীরবতায় ফিল্মপাড়ায় শোনা যাচ্ছে নানান কথা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন এ নায়িকা- এমন কথাও ভেসে বেড়াচ্ছে এফডিসির বাতাসে। যদিও খবরের সত্যতা পাওয়া যায়নি। এছাড়া আরও অনেক গুঞ্জন ভেসে আসছে পূজাকে ঘিরে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *