৮ মাস আগেই শাকিব-বুবলীর বিচ্ছেদ, হতে পারে ঘোষণা! - News Daily Bangladesh-Latest Online Popular Bangla Newspaper

Breaking

  

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Monday, October 10, 2022

demo-image

৮ মাস আগেই শাকিব-বুবলীর বিচ্ছেদ, হতে পারে ঘোষণা!

Responsive Ads Here

Shakib%20Bubly%20separate

অবশেষে ঢালিউড চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলীকে নিয়ে বিচ্ছেদের গুঞ্জনই সত্যি হলো। আট মাস আগেই তাদের বিচ্ছেদ হয়ে গেছে বলে শাকিব খান ও বুবলীর ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে।


শাকিব ও বুবলীর ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খান-বুবলির বিয়ের তারিখ ছিল। আর সন্তান শেহজাদের জন্ম হয়েছে ২০২০ সালের ২১ মার্চ। এটি বুবলি তার ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন। শাকিব খান ও বুবলির মধ্যে ২০২১ সাল থেকেই বিবাদ শুরু। সে বছর ১৮ ফেব্রুয়ারি ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার সাইনিং অনুষ্ঠানে দুজন মুখোমুখি হলেও কেউ কারও সঙ্গে কথা পর্যন্ত বলেননি। তারপরেও সিনেমার শুটিং করেছেন।


২০২১ সালের ডিসেম্বরে শাকিব খান যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় বুবলি যুক্তরাষ্ট্রে গেলে দুজনের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করে। কিন্তু বুবলি বাংলাদেশে ফিরে আসার পর তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দূরত্ব বাড়তেই থাকে। বিভিন্ন সূত্রগুলো জানায় এই দূরত্ব-বিবাদের কারণেই তাদের বিচ্ছেদ হয়েছে।

তবে বুবলী একটি গণমাধ্যমকে বিচ্ছেদের বিষয়টি অস্বীকার করে বলেন, কেউ একজন বিবাহ বিচ্ছেদের কথা ছড়াচ্ছেন। তিনি বলেন, কে বা কারা এ ধরনের কথা ছড়াচ্ছে আমি বুঝতে পারছি না। তবে শিগগিরই জানতে পারব।

No comments:

Post a Comment

Post Bottom Ad

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *