বুবলী শাকিবের প্রেমে যেভাবে সাড়া দিয়েছিল - News Daily Bangladesh-Latest Online Popular Bangla Newspaper

Breaking

  

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Sunday, October 16, 2022

demo-image

বুবলী শাকিবের প্রেমে যেভাবে সাড়া দিয়েছিল

Responsive Ads Here

Shakib%20Bubly


শোবিজপাড়ায় চিত্রনায়িকা বুবলী ও সুপারস্টার শাকিব খানের বিয়ে এবং সন্তান নিয়ে এখনো চলছে তুমুল আলোচনা। এ দুই তারকাই যদিও শুরুতে প্রেম আর বিয়ের বিষয়টি গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছিলেন। তারা নিজেরাই সম্প্রতি প্রকাশ্যে আনেন তাদের বিয়ের খবর। তাদের সন্তান শেহজাদ খান বীরও প্রকাশ্যে আসে। তবে এখনো অনেকের কৌতূহল, কীভাবে হলো শাকিব-বুবলীর প্রেম?


বুবলী নিজেই এবার সে প্রশ্নের উত্তর দিলেন। জানালেন, ‘‘বসগিরি’র আগে ‘প্রিয়া রে’ নামে আরেকটি সিনেমা নিয়ে কথা হচ্ছিল। ফলে তার সঙ্গে শুটিংয়ের আগ থেকেই কিছুটা জানাশোনা হয়েছিল। তা ছাড়া শাকিব খানকে সিনেমার মাধ্যমেই প্রথম চিনেছি, দেখেছি।আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় বসগিরির শুটিংয়ের শেষের দিকে। এরপর একটা সময় বিয়ে ও সন্তান।’


ছয় বছর আগে শুরু হওয়া প্রেম, বিয়ে আর সন্তানের বিষয়টি এতদিন কেন গোপন ছিল জানতে চাইলে চিত্রনায়িকা বলেন, ‘দেখুন, আমি কিন্তু সন্তানের বিষয়টি গোপন করিনি। যদি গোপন রাখতে চাইতাম, তাহলে তাকে পেটে নিয়ে শুটিংয়ে যেতাম না। বাবু যখন আমার পেটে এসেছে, তখন থেকেই আমার কাজের সেক্টরের সবাই এ ব্যাপারে কম-বেশি জানতেন। এটি ওপেন সিক্রেট ছিল। ‘বীর’ সিনেমার শুটিংয়ে আমার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি আপনারা খেয়াল করেছেন নিশ্চয়। তাছাড়া আমাদের দুজনের পরিবার, কাছের মানুষ সবাই জানতেন। সুতরাং এটিকে তো গোপন বলে না।’


বুবলী আরও জানান, শাকিবেরই দেওয়া তাদের সন্তানের শেহজাদ খান নামটি। সন্তান হওয়ার পর শাকিব নামের একটি তালিকা বুবলীকে দিয়েছিলেন। শেহজাদ খান ছিল ওই তালিকায় প্রথম নাম। আরবিতে এই নামের অর্থ রাজার ছেলে। তালিকার প্রথম নামটিই পছন্দ করেন শাকিব। তবে বীর নামটি বুবলী ও তার মা রেখেছেন।


উল্লেখ্য, ২০১৮ সালের ২০ জুলাই সুপারস্টার শাকিবের সঙ্গে বিয়ে হয় বুবলীর। ২০২০ সালের ২১ মার্চ সন্তানের বাবা-মা হন তারা।


নিউজটি ভালো লাগলে শেয়ার করুন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *