সাবেক তথ্য সম্প্রচার সচিব মকবুলের বাধ্যতামূলক অবসরের পর জানা গেছে, তার বিরুদ্ধে সরকারি চাকরিবিধি লঙ্ঘন, শৃঙ্খলা ভঙ্গসহ সরকারি গোপন তথ্য পাচারের অভিযোগ তদন্ত করা হচ্ছে। আর তিনি এই অভিযোগে যেকোনো সময় গ্রেফতার হতে পারেন। যদিও বাধ্যতামূলক অবসর সংক্রান্ত প্রজ্ঞাপন পাওয়ার পরদিন মকবুল হোসেন গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এবং সেখানে তিনি দাবী করেছিলেন যে, তিনি কোনো অন্যায় করেননি।
তারেক জিয়ার সঙ্গে মকবুলের লন্ডনে তো নয়ই, কোনোদিনই দেখা হয়নি। এমনকি নয়াপল্টনে তিনি বিএনপি কার্যালয়ের উল্টো পাশে একটি অফিসে যেতেন বলে বিভিন্ন গণমাধ্যমে যে তথ্য প্রকাশিত হয়েছে, তাও তিনি অস্বীকার করেছেন। কিন্তু তিনি অস্বীকার করুক আর যাই করুক না কেন, তার বিরুদ্ধে সরকার একটি অফিশিয়াল সিক্রেটস এ্যাক্টে মামলা করার উদ্যোগ গ্রহণ করেছেন। একটি গোয়েন্দা সংস্থা দীর্ঘদিন তথ্য ও সম্প্রচার সচিব মকবুল হোসেনের কর্মকান্ডের উপর নিবিড় পর্যবেক্ষণ করছিল এবং প্রধানমন্ত্রী তাদের প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
সরকার জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর ওপর একটি বায়োপিক নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেছিলো। সেই সিদ্ধান্ত অনুযায়ী ভারতের প্রথিতযশা চলচ্চিত্র পরিচালক যিনি বায়োপিক নির্মাণে বিশ্বের অন্যতম সেরা শ্যাম বেনেগালকে দায়িত্ব দেয়া হয়েছিল। এই চলচ্চিত্রের নির্মাণের কাজটি শ্যাম বেনেগাল দীর্ঘদিন ধরে করে এখন শেষ পর্যায়ে নিয়ে এসেছেন। এ বছরই মুজিব বায়োপিকের ট্রেইলার কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে। সম্পাদনার কাজ এখন চূড়ান্ত পর্যায়ে। সরকারি সূত্রগুলো জানিয়েছে যেকোনো সময় এর মুক্তির তারিখ ঘোষণা করা হতে পারে।
No comments:
Post a Comment