আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্টিত হবে - News Daily Bangladesh-Latest Online Popular Bangla Newspaper

Breaking

  

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Friday, October 28, 2022

demo-image

আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্টিত হবে

Responsive Ads Here

%E0%A6%86%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80%20%E0%A6%B2%E0%A7%80%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%97%E0%A7%8B

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে
আগামী ২৪ ডিসেম্বর গণভবনে আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মাগরিবের নামাজের বিরতিতে বৈঠকের মাঝে বাইরে এসে গণমাধ্যমের কাছে সম্মেলনের এ তারিখের কথা জানান। শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করছেন।


প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আজকের বৈঠকের শুরুতে স্বাগত বক্তব্য দেন । সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের জন্য তিনি নির্দেশ দেন।

গণমাধ্যমকে ওবায়দুল কাদের বলেন, এবারের সম্মেলন এক দিনেই হবে। সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন হবে। তবে কোনো জাঁকজমকপূর্ণ হবে না। আমরা বৈশ্বিক সংকটের কারণে কৃচ্ছ্রসাধন করে সম্মেলনের আয়োজন করব। আনুষ্ঠানিকতার পেছনে ব্যয় কমানো হবে। সম্মেলন সাদামাটাভাবে আয়োজন করা হবে।


বিদেশি অতিথিদের সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে কি না—এ প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এখনো এ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। পরে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। চট্টগ্রামে ৪ ডিসেম্বর আওয়ামী লীগের যে জনসভা হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে সরাসরি যোগ দেবেন।


আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটির ব্যাপারে জানতে চাইলে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াকে নির্দেশনা দেওয়া আছে।


বিকেল সাড়ে চারটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের কার্যনির্বাহী সংসদের বৈঠক শুরু হয়।

এর আগে আওয়ামী লীগের ২১তম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ২০ ও ২১ ডিসেম্বর। ওই সম্মেলনে শেখ হাসিনা সভাপতি এবং ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *