পরী-সিয়ামের ‘বিশ্বসুন্দরী’ দেখা যাবে যেসব প্রেক্ষাগৃহে - News Daily Bangladesh-Latest Online Popular Bangla Newspaper

Breaking

  

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Wednesday, June 29, 2022

demo-image

পরী-সিয়ামের ‘বিশ্বসুন্দরী’ দেখা যাবে যেসব প্রেক্ষাগৃহে

Responsive Ads Here

337

নির্মাতা চয়নিকা চৌধুরীর প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’ আগামী শুক্রবার দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। দেশের ২৫টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ঢাকাই ছবির জনপ্রিয় তারকা পরীমণি ও সিয়াম আহমেদ জুটির প্রথম এই ছবিটি।

জানা গেছে, ‘বিশ্বসুন্দরী’ ঢাকার মধ্যে স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, শ্যামলী সিনেমা হল, চিত্রামহল, আনন্দ এবং সৈনিক ক্লাবে মু্ক্তি পাচ্ছে। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকা শ্যামলী সিনেপ্লেক্স এই ছবির মাধ্যমেই ফের চালু হচ্ছে। 

গণমাধ্যমকে চয়নিকা জানিয়েছেন, নানা কারণে বিশ্বসুন্দরী আমার কাছে বিশেষ। প্রথমত, এটি প্রথম নির্মাণ। দ্বিতীয়ত, এই ছবির মাধ্যমেই সিয়াম-পরী জুটি হয়ে পর্দায় আসছেন। এছাড়া আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু ও মনিরা মিঠুর মতো বড় মাপের অভিনেতারা অভিনয় করেছেন এই ছবিতে।

রুম্মান রশীদ খান ছবির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন। জাজ মাল্টিমিডিয়া জুঁই নিবেদিত ‘বিশ্বসুন্দরী’দেশব্যাপী পরিবেশনা করছে। মাছরাঙা টেলিভিশন ছবির সম্প্রচার সহযোগী।

আরও পড়ুনঃ পরীমণি ডিজিটাল তারকা হিসেবে এশিয়ায় ফোর্বসের ১০০ তালিকায়

ছবিটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আনন্দ খালেদ, হীরা, সুজন ও সীমান্তসহ আরো অনেকে।


Post Bottom Ad

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *