দীর্ঘ পদ্মা সেতুর ৬ দশমিক ১৫ কিলোমিটার দৃশ্যমান হয়েছে ৪১তম ও শেষ স্প্যানটি বসানোর মাধ্যমে। সেতুর ১২-১৩ নাম্বার পিলারে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শেষ স্প্যানটি বসানোর কাজ সফলতার সঙ্গে সম্পন্ন হয়। ৪১তম স্প্যানের জোড়া লাগানোর মাধ্যমে পদ্মার দুই পাড়ও যুক্ত হয়ে গেছে।
দক্ষিণ অঞ্চলের মানুষের মুখে হাসি ফুটে উঠেছে পদ্মা সেতুতে শেষ স্প্যানটি বসানোর ফলে। এ স্প্যান বসানোর কারণে সেতুর মূল কাঠামো দৃশ্যমান হয়েছে। আগামী বছরের ডিসেম্বরে সরকার সেতুটি চালু করার ঘোষণা দিয়েছে। নদীর অংশের দৈর্ঘ্য অর্থাৎ পদ্মার মূল সেতু, ৬ দশমিক ১৫ কিলোমিটার। অবশ্য আরও প্রায় চার কিলোমিটার সেতু দুই পারে আগেই নির্মাণ হয়ে গেছে। পদ্মা সেতুর প্রথম স্প্যানটি ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর খুঁটির ওপর বসেছিল।
চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) পদ্মার মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে। আর দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন নদীশাসনের কাজ করছে। এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা।
আরও পড়ুনঃ পদ্মা সেতু ভেঙে পড়বে খালেদা জিয়া পার হলে: শাজাহান খান
এ সেতুর কাঠামো কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে। সেতুর মূল কাঠামোটা স্টিলের, যা স্প্যান হিসেবে পরিচিত। খুঁটি ও যানবাহন চলাচলের পথ কংক্রিটের।
[…] […]
ReplyDelete