আদালতে নববধূর সেই রাতের রোমহর্ষক বর্ণনা সিলেটে গণধর্ষণ মামলায় - News Daily Bangladesh-Latest Online Popular Bangla Newspaper

Breaking

  

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Sunday, September 27, 2020

demo-image

আদালতে নববধূর সেই রাতের রোমহর্ষক বর্ণনা সিলেটে গণধর্ষণ মামলায়

Responsive Ads Here

গত শুক্রবার এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণের শিকার গৃহবধূ সিলেট মহানগর হাকিম তৃতীয় আদালতে আজ রোমহর্ষক জবানববন্দি দিয়েছেন। এসময় বিচারক হিসেবে ছিলেন শারমিন খানম নিলা। নির্যাতিতা ওই নববধূ নিজের সঙ্গে ঘটা জঘন্যতম এ বর্বর ঘটনার রোমহর্ষক বর্ণনা দেন।





আদালত সূত্র জানায়, রবিবার দুপুর ১টার দিকে পুলিশ ওসমানী হাসপাতাল থেকে ওই গৃহবধূকে সিলেট মহানগর হাকিম ৩য় আদালতে নিয়ে আসে। ওই রাতের ঘটনার ব্যাপারে দেড়টার দিকে তিনি আদালতে বিস্তারিত বর্ণনা দেন। তার পুরো জবানববন্দি আদালতে লিপিবদ্ধ করা হয়।





উল্লেখ্য, ছাত্রলীগের নেতাকর্মীরা গত শুক্রবার এমসি কলেজে ঘুরতে আসা এক দম্পতিকে আটকে জোর করে ছাত্রাবাসে তুলে আনে। এরপর সাইফুরসহ অন্যরা স্বামীকে বেঁধে মারধর করে তার স্ত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। শুক্রবার রাতে শাহপরাণ থানায় এ ঘটনায় নির্যাতিতা গৃহবধূর স্বামী বাদী হয়ে মামলা করেছেন।





আরও পড়ুনঃ পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে ঢাকায় শ্বশুর গ্রেফতার





মামলায় ৬ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। সেই সঙ্গে অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করা হয়।


Post Bottom Ad

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *