এবার সরকারি প্রাথমিক বিদ্যালয় চলবে এক শিফটে - News Daily Bangladesh-Latest Online Popular Bangla Newspaper

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, October 30, 2022

এবার সরকারি প্রাথমিক বিদ্যালয় চলবে এক শিফটে


প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় এক শিফটে চালানোর পরিকল্পনা গ্রহন করছে। তারা আশা প্রকাশ করছে, এই সিদ্ধান্ত আগামী জানুয়ারি থেকেই বাস্তবায়ন করতে পারবে।

রোববার (৩০ অক্টোবর) প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আমিনুল ইসলাম খান সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান।


সারা দেশে বর্তমানে ৬৫ হাজার ৫৬৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এর বড় অংশই দুই শিফটে চলে।


প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদায়ী জ্যেষ্ঠ সচিব মো. আমিনুল ইসলাম খান রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, শিক্ষার্থী, শ্রেণিকক্ষ ও শিক্ষকের সংখ্যা বিবেচনা করে দেশের সব বিদ্যালয়কে এক পালায় (শিফটে) আনার পরিকল্পনা করেছি। এ ব্যাপারে প্রায় ৯০ ভাগ কাজ সমাপ্ত হয়েছে।

গণশিক্ষা সচিব বলেন, কোথাও শিক্ষার্থী কম, কোথাও জায়গা কম। বিভাগ, জেলা বা উপজেলা অনুযায়ী পরিকল্পনা করা হচ্ছে।


আমিনুল ইসলাম বলেন, এক শিফটে হলে আমরা তিন ঘণ্টার জায়গায় প্রায় পাঁচ ঘণ্টা পড়াতে পারবো। এতে কোনো শিক্ষক চাকরি হারাবেন না, আবার স্কুলও বন্ধ হবে না।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here