এবার দীঘি বিয়ে করলেন, স্বীকার করলেন নিজ মুখেই - News Daily Bangladesh-Latest Online Popular Bangla Newspaper

Breaking

  

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Sunday, October 30, 2022

demo-image

এবার দীঘি বিয়ে করলেন, স্বীকার করলেন নিজ মুখেই

Responsive Ads Here
Dighi


যখন মাত্র ৬ বছর তার বয়স। কিংবদন্তি নির্মাতা-অভিনেতা কাজী হায়াৎ তখন তাকে সিনেমার পর্দায় নিয়ে আসেন। সিনেমার নাম ‘কাবুলিওয়ালা’। শিশুশিল্পীর ভূমিকায় অভিনয় করে প্রথম সিনেমায়ই নজর কাড়েন সবার। জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতে নেন।

তিনি প্রার্থনা ফারদিন দীঘি। যিনি ছোটবেলাতেই পেয়েছেন তারকা খ্যাতি। তবে সেটা এক যুগ আগের কথা। এখন দীঘি পরিণত। তার অভিষেক হয়েছে পূর্ণাঙ্গ নায়িকা হিসেবেও। বড় পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও আত্মপ্রকাশ করেছেন।

সবমিলে ক্যারিয়ারে ব্যস্ত সময় পার করছেন দীঘি। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও দারুণ সক্রিয় তিনি। ছবি, ভিডিও প্রতিনিয়তই পোস্ট করেন। অনুসারীদের মধ্যে সেগুলো নিয়ে চর্চার অন্ত নেই।

শনিবার দীঘি ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ সেশনে অংশ নিয়েছেন। সেখানে তিনি ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। দীঘির কাছে এক অনুসারী জানতে চান, ‘আপনি কি বিবাহিত?’

দীঘি উত্তরে বলেছেন, ‘আরে হ্যাঁ, আমি রণবীর কাপুরের সঙ্গে মানসিকভাবে বিবাহিত। ওকে, বাই।’

বোঝাই যাচ্ছে, দীঘি মজার ছলে কথাটি বলেছেন। আসলে তিনি বলিউড তারকা রণবীর কাপুরকে ভীষণ পছন্দ করেন। কিছুদিন আগে যখন রণবীর বিয়ে করেছেন, তখন কষ্টে রাতে ঠিকমতো ঘুমাতেও পারেননি দীঘি। অকপটে সে কথা গণমাধ্যমকেও বলেছিলেন অভিনেত্রী।

উল্লেখ্য, রণবীর কাপুর গত ১৪ এপ্রিল জমকালো আয়োজনে অভিনেত্রী আলিয়া ভাটকে বিয়ে করেন। তাদের বিয়ের খবর শুনে তখন কেবল দীঘি নন, বাংলাদেশের আরও একাধিক অভিনেত্রীর মন ভেঙেছিল। তারা মনে মনে রণবীরকে পছন্দ করতেন।


No comments:

Post a Comment

Post Bottom Ad

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *