আসল মজাটাই মাটি হয়ে যাবে সমস্ত নিয়ম মেনে চললে: নুসরাত - News Daily Bangladesh-Latest Online Popular Bangla Newspaper

Breaking

  

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Thursday, December 31, 2020

demo-image

আসল মজাটাই মাটি হয়ে যাবে সমস্ত নিয়ম মেনে চললে: নুসরাত

Responsive Ads Here

'আসল মজাটাই মাটি হয়ে যায় সমস্ত নিয়ম মেনে চললে'। সংসদ সদস্য ও অভিনেত্রী নুসরাত জাহান এমনটাই মনে করেন। এই অভিনেত্রী সম্প্রতি, ইনস্টাগ্রামে বেশকিছু ছবি পোস্ট করে নিয়ম ভাঙার কথা বললেন। ঠিক কী কারণে, অভিনেত্রী এমন কথা বলেছেন? অবশ্য তা স্পষ্ট নয়। 





নুসরাত এমনিতেই যথেষ্ট অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ায়। তাকে নানান কিছু মাঝে মধ্যেই পোস্ট করতে দেখা যায়। ইনস্টাগ্রাম পোস্টে বুধবার নিজের বেশকিছু ফটোশুটে ছবি পোস্ট করেছেন নুসরাত। তারই ক্যাপশানে লিখেছেন,  'If u obey all the rules, u miss all the fun'। অভিনেত্রীর এমন পোস্টে তার প্রতি কমেন্টে ভালোবাসা প্রকাশ করেছেন সংসদ সদস্য, অভিনেত্রী।





আরও পড়ুনঃ সানি লিওনকে দর্শকরা এবার নতুন ভূমিকায় দেখতে পাবে





অবশ্য বরাবরই বাঁধাধরা নিয়মে চলেন না নুসরাত জাহান। এই অভিনেত্রী নিজের ধর্মের প্রতি সম্পূর্ণ, আস্থা, ভালোবাসা রেখেও নিখিল জৈনকে বিয়ে করেছেন।


No comments:

Post a Comment

Post Bottom Ad

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *