মেসি-রোনালদোর নাম ফিফা বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় - News Daily Bangladesh-Latest Online Popular Bangla Newspaper

Breaking

  

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Wednesday, June 29, 2022

demo-image

মেসি-রোনালদোর নাম ফিফা বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায়

Responsive Ads Here

204

ফিফা কতৃপক্ষ ২০২০ সালের ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’-এর পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। সবশেষ বর্ষসেরা পুরস্কারজয়ী আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি, জুভেন্টাস তারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবং বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড রবার্ট লিওনডোস্কি সংক্ষিপ্ত এই তালিকায় জায়গা পেয়েছেন। খবর ডেইলি মেইলের

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) শুক্রবার পুরুষ বর্ষসেরা ফুটবলার নির্বাচনে নিজেদের ওয়েবসাইটে এই তিনজনের নাম প্রকাশ করেছে। প্রসঙ্গত, এবারের বর্ষসেরা খেলোয়াড়ের নাম আগামী ১৭ ডিসেম্বর ফিফার ফুটবল অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ঘোষণা হবে। এর আগে, ফিফা গত ২৫ নভেম্বর ১১ জনের তালিকা প্রকাশ করে।

আরও পড়ুনঃ ইংল্যান্ড হোয়াইটওয়াশের লজ্জায় ডোবাল দক্ষিণ আফ্রিকাকে

বিশেষজ্ঞ প্যানেলের রায়ে তৈরি ওই তালিকায় মেসি, রোনালদো এবং লিওনডস্কি ছাড়াও ছিলেন কেভিন ডি ব্রুইনে, সাদিও মানে, কিলিয়ান এমবাপ্পে, নেইমার, সার্জিও রামোস, মোহাম্মদ সালাহ, থিয়াগো আলকানতারা এবং ভারজিল ভ্যান ডিক।


No comments:

Post a Comment

Post Bottom Ad

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *