পদ্মা সেতুর শেষ স্প্যানের যে লেখাগুলো সবাইকে কৌতূহলি করে - News Daily Bangladesh-Latest Online Popular Bangla Newspaper

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, June 29, 2022

পদ্মা সেতুর শেষ স্প্যানের যে লেখাগুলো সবাইকে কৌতূহলি করে


এখন আর পদ্মা সেতু স্বপ্ন নয়। একদিন যা ছিল স্বপ্ন আজ তা সত্যি। তাই পদ্মা সেতুর শেষ স্প্যানে লেখা কিছু বার্তা সবাইকে কৌতূহলি করে। কারণ বিজয়ের মাস ডিসেম্বরেই যেন স্বপ্ন সত্যি হলো। স্বপ্নের পদ্মাসেতুর সর্বশেষ অর্থ্যাৎ ৪১তম স্প্যান স্থাপন করা হলো। আর সেতুর মূল অবকাঠামো নির্মাণ পূর্ণ হলো এ স্প্যানটি স্থাপনের মাধ্যমে।

চীনা প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি দীর্ঘ এই সেতুর মূল অবকাঠামো নির্মাণের দায়িত্বে রয়েছে। প্রতিষ্ঠানটি চায়না ও ইংরেজি ভাষায় কিছু বার্তা বৃহস্পতিবার সেতুর শেষ স্প্যানটিতে লিখেছিল।

বাংলা ভাষাভাষী সকল মানুষেরই যেন শেষ স্প্যান বসানোর মতই লেখার প্রতি কৌতূহল। পদ্মা সেতু নিয়ে বাংলাদেশিদের জন্য একটি শুভেচ্ছা বার্তা লেখা ছিল স্প্যান ও স্প্যানবাহী ক্রেনের গায়ে চীনা ভাষায়।

আরও পড়ুনঃ শ্রীপুর-কাপাসিয়া সড়কে আবারও ভূমিধস যোগাযোগ বিচ্ছিন্ন

যার অর্থ চীনা ভাষা থেকে অনুবাদ করলে দাঁড়ায় ‘অতিযত্ন সহকারে নানা সমস্যা মোকাবিলা করে শিগগিরই আমরা এ সেতু বাস্তবে রূপ দেব। আমরা বাংলাদেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনতে বদ্ধপরিকর।’


1 comment:

Post Bottom Ad

Responsive Ads Here