কানাডার ৭৫ বছরের বেভারলি প্রথম ভ্যাকসিন নিচ্ছেন - News Daily Bangladesh-Latest Online Popular Bangla Newspaper

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, June 29, 2022

কানাডার ৭৫ বছরের বেভারলি প্রথম ভ্যাকসিন নিচ্ছেন


এখন বেভারলি স্পেনিয়ারের বয়স ৭৫ বছর। তিনি কানাডার মন্ট্রিয়লের মাইমোনিডেস জেরিয়েট্রিক সেন্টার নামের একটি লং টার্ম কেয়ারের বাসিন্দা। তিনি কানাডার ইতিহাসে কোভিড মহামারীর লড়াইয়ের বিরুদ্ধে নাম লেখাতে যাচ্ছেন।

কোভিডের প্রথম ভ্যাকসিনের জন্য কানাডায় যে দুজনকে বাছাই করা হয়েছে তার একজন তিনি। প্রথম ভ্যাকসিন তিনিই নিচ্ছেন- কানাডাজুড়ে এমন একটি আলোচনা রয়েছে। ওই লং টার্ম কেয়ারের প্রথম ভ্যাকসিন গ্রহীতা হিসেবে কুইবেক সিটির সেন্ট এন্টুইন এর বাসিন্দা জিসেলে লেভেসককে নির্বাচন করা হয়েছে।

কানাডার প্রথম ভ্যাকসিন প্রয়োগ শুরু হচ্ছে সোমবার কুইবেকের দুটি লং টার্ম কেয়ারে। ভ্যাকসিনের অগ্রাধিকার তালিকায় প্রথমে রাখা হয়েছে ওল্ড হোম এবং লং টার্ম কেয়ারের বাসিন্দাদের। তারপরেই রয়েছে সম্মুখসারিতে কর্মরত স্বাস্থ্যকর্মীরা।

আরও পড়ুনঃ ‘ভারত বায়োটেক’ অনুমোদন চাইল করোনা ভ্যাকসিন প্রয়োগে

বেভারলি স্পেনিয়ার ভ্যাকসিন গ্রহণের প্রতিক্রিয়ায় বলেন, আমরা এখন কানাডায় হানুক্কা উৎসব পালন করছি, যেটিকে দেখা হয় অলৌকিক ঘটনার সময় হিসেবে। নিসন্দেহে একটি অলৌকিক ঘটনা এতো দ্রুত ভ্যাকসিন চলে আসাটা।


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here