অবৈধ অভিবাসীদের জন্য মালয়েশিয়া আবারও সুখবর দিল - News Daily Bangladesh-Latest Online Popular Bangla Newspaper

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, November 12, 2020

অবৈধ অভিবাসীদের জন্য মালয়েশিয়া আবারও সুখবর দিল


মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ অভিবাসীদের জন্য বহু প্রতীক্ষার পর আবারও এলো স্বস্তির খবর। বৈধতার সুযোগ আবারও পাচ্ছেন তারা। এ কার্যক্রম আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত। 





দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতো সেরী হামজা বইন জাইনউদ্দিন আজ বৃহস্পতিবার জাওয়াতান ইমিগ্রেশন মালয়েশিয়ার সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এমনটাই ঘোষণা দেন। কন্সট্রাকশন, ফ্যাক্টরি, পাম অয়েল এবং কৃষি এই চার সেক্টরে অবৈধরা বৈধতার সুযোগ পাবে।





আরও পড়ুনঃ রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প এখনও বলছেন ’আমরা জিতব’





তবে মন্ত্রী হামজা জাইনুদ্দিন কোনো প্রকার এজেন্ট গ্রহণযোগ্য নয় বলেও জানান। এ সময় মালয়েশিয়ার মানব সম্পদমন্ত্রী দাটুক সেরী সারভানান মারগুনান, স্বরাষ্ট্র ও ইমিগ্রেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here