রিফাত হত্যা মামলায় মিন্নিসহ ৬ জনের ফাঁসির আদেশ - News Daily Bangladesh-Latest Online Popular Bangla Newspaper

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, September 30, 2020

রিফাত হত্যা মামলায় মিন্নিসহ ৬ জনের ফাঁসির আদেশ


আদালত বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ৬ জনের ফাঁসির আদেশ দিয়েছেন। তাছাড়া আদালত প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। একই মামলায় খালাস প্রদান করা হয়েছে ৪ জনকে। 





এ রায় বুধবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান ঘোষণা করেন। বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ভূবন চন্দ্র হালদার এসব তথ্য নিশ্চিত করেছেন।





ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন-
১. মো. রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী (২৩),
২.আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২১),
৩. মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯),
৪. রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২),
৫. মো. হাসান (১৯) ও
৬. আয়শা সিদ্দিকা মিন্নি (১৯)।





এ মামলায় চার আসামিকে এছাড়া বেকসুর খালাস প্রদান করা হয়েছে। খালাসপ্রাপ্তরা হলেন- মো. মুসা (২২), রাফিউল ইসলাম রাব্বি (২০), মো. সাগর (১৯) ও কামরুল হাসান সায়মুন (২১)।





আরও পড়ুনঃ সিলেটের আইনজীবীরা কেউ ধর্ষকদের পক্ষে নাদাঁড়িয়ে প্রশংসায় ভাসছেন





উল্লেখ্য, বরগুনা সরকারি কলেজের সামনে ২০১৯ সালের ২৬ জুন শত শত লোকের ভিড়ে রিফাত শরীফকে (২৫) কুপিয়ে হত্যা করা হয়। পরে রিফাতকে কুপিয়ে হত্যার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।


1 comment:

Post Bottom Ad

Responsive Ads Here