মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সরকারের রূপরেখা দিলেন - News Daily Bangladesh-Latest Online Popular Bangla Newspaper

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, October 29, 2022

মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সরকারের রূপরেখা দিলেন


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রংপুরের মহাসমাবেশে নতুন সরকারের রূপরেখা দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমাদের একটাই দাবি সংসদ বিলুপ্ত করতে হবে। আমাদের এমপিরা তার আগেই পদত্যাগ করবে। এরপর ক্ষমতা তত্ত্বাবধায়ক সরকারের কাছে হস্তান্তর করে তাদের মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠন করবে। নতুন নির্বাচন সেই নির্বাচন কমিশনের মাধ্যমে হবে। জনগণ সেই নির্বাচনের মধ্য দিয়ে তাদের পছন্দ এবং মনের মতো সংসদ সদস্য নির্বাচন করবেন। নতুন পার্লামেন্ট গঠন করা হবে।


ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকারকে সবার অংশগ্রহণ ও আন্দোলনের মধ্য দিয়ে পরাজিত করে নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন করা হবে- সেই সরকার হবে জাতীয় সরকার। সেই সরকার বাংলাদেশে যে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি হয়েছে, দেশে অর্থনৈতিক যে দুরবস্থা দেখা দিয়েছে, রাজনীতি ধ্বংস হয়ে গেছে সেসব আবার মেরামতের জন্য জাতীয় সরকার কাজ করবে। তিনি সরকার পতনের আন্দোলনে জনগণকে  শরিক হওয়ার আহ্বান জানান।


শনিবার (২৯ অক্টোবর) বিকালে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপির রংপুর বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।


বিএনপির এই নেতা বলেন, আমাদের দলের যে কয়েকজন এমপি রয়েছে তাদের দল যখনই নির্দেশ দেবে সংসদ থেকে পদত্যাগ করবে। এ জন্য তারা সবসময় প্রস্তুত। বাংলাদেশে ২০১৪ আর ২০১৮ সালের মতো নির্বাচন আর করতে দেবো না, সেটা হবেও না। সোজা কথা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া হাসিনার (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) অধীনে কোনও নির্বাচন হবে না- বাংলাদেশে এটা আমাদের সাফ কথা।


রংপুর মহানগর বিএনপির সভাপতি শামসুজ্জামান শামুর সভাপতিত্বে এই সমাবেশে বক্তব্য দেন- দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হোসেন মাহমুদ টুকুসহ অন্যান্য নেতারা।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here