পরীমণি ডিজিটাল তারকা হিসেবে এশিয়ায় ফোর্বসের ১০০ তালিকায় - News Daily Bangladesh-Latest Online Popular Bangla Newspaper

Breaking

  

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Tuesday, December 8, 2020

demo-image

পরীমণি ডিজিটাল তারকা হিসেবে এশিয়ায় ফোর্বসের ১০০ তালিকায়

Responsive Ads Here
‘এশিয়ার ১০০ ডিজিটাল তারকা’র তালিকা প্রকাশ করেছে প্রখ্যাত আমেরিকান বিজনেস ম্যাগাজিন 'ফোর্বস'। ঢালিউড অভিনেত্রী পরীমণি সেই তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা করে নিয়েছেন।

পরীমণি সম্পর্কে গতকাল সোমবার প্রকাশিত ওই তালিকায় লেখা হয়, মণির ‘ফেসবুকে প্রায় ১ কোটি ফলোয়ার রয়েছে। শামসুন্নাহার স্মৃতি হচ্ছে তার আসল নাম। ২০১৯ সালের সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডে ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর (সমালোচক) পুরস্কার জিতেন তিনি। মুক্তিযুদ্ধের ওপর একটি চলচ্চিত্র-সহ তিনি বাংলাদেশের বেশ কিছু চলচ্চিত্রে কাজ করছেন এখন।’

উল্লেখ্য, ঢালিউড অভিনেত্রী পরীমণির ফেসবুকে প্রায় এক কোটি ফলোয়ার রয়েছে। এছাড়া এই লাস্যময়ী এখানে বেশ সরব।
এছাড়া এ তালিকায় যারা রয়েছেন, লিসা (২৩), জেনি (২৪), রোজ (২৩) ও জিসু (২৫)-এই চার তরুণীর গড়া দক্ষিণ কোরিয়ান পপ গ্রুপ ‌‘ব্ল্যাকপিংক’ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা দেশটির মধ্যে সর্বোচ্চ।

আরও পড়ুনঃ জয়া আহসান ট্রোলের মুখে তার পোশাক এবং বয়স নিয়ে

ভারত থেকে জায়গা পেয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আলিয়া ভাট, রণবীর সিং, হৃত্বিক রোশন, নেহা কক্কর, শহীদ কাপুর, মাধুরী দীক্ষিত, ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা ও শ্রেয়া ঘোষাল।

Post Bottom Ad

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *