এবার জেদ্দায় চালু হলো সৌদি আরবের ১১তম সিনেমা হল - News Daily Bangladesh-Latest Online Popular Bangla Newspaper

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, December 3, 2020

এবার জেদ্দায় চালু হলো সৌদি আরবের ১১তম সিনেমা হল


সৌদি আরবে প্রথম ২০১৮ সালের ১৮ এপ্রিল সিনেমা হল রাজধানী রিয়াদে চালু হয়েছিল। সৌদি রাজপরিবার নিষেধাজ্ঞা তুলে নেয়ার ৩৫ বছর পর দেশটিতে সিনেমা হল চালু হয়। সৌদি আরবে এবার টানা কয়েক মাসের লকডাউনের পর আবার বিনোদন কার্যক্রম শুরু হচ্ছে। 





২৯ নভেম্বর গত রবিবার সন্ধ্যায় ভক্স সিনেমা হল জেদ্দায় চালু হয়েছে। এটি সৌদি আরবের ১১তম সিনেমা হল। তারা স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে চলচ্চিত্র বিনোদন দেবে বলে জানায় হল কর্তৃপক্ষ। সৌদি আরবে করোনাকালেও প্রতিষ্ঠানটি বিস্তৃতি ঘটাতে চাচ্ছে। ভক্স সিনেমার প্রতিনিধি মোহাম্মদ আল হাশিমি বলেন, এ সময়টাতে মানুষ কোথায় যাচ্ছে, সেটি নিরাপদ কি না তা নিয়ে আত্মবিশ্বাসী হতে চায়।





সিনেমা হলে লকডাউন তুলে নেয়ার পর হতে দর্শনার্থী বাড়ছে বলে জানান তিনি। আল হাশিমি বলেন, প্রতিটা শো এর পর আমরা সামাজিক দূরত্ব বজায় রাখার ওপর জোর দেই। আমরা সব ধরনের স্বাস্থ্য সুরক্ষা বজায় রাখি সিনেমা প্রেমিকদের নিরাপদ রাখার জন্য। খরচ বাড়লেও এটা গুরুত্বপূর্ণ ছিল।





আল হাশিমি ভাবছেন করোনার কারণে ক্ষতিটা শুধু বিনোদন খাতে হয়নি। তিনি বলেন, অন্যসব খাতের মতোই করোনায় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। সরকার ও আমাদের উভয়ের ভূমিকা থাকতে হবে মহামারি নিয়ন্ত্রণে আনতে। এখন সিনেমা হলে দর্শকদের আস্থা ফিরিয়ে আনা আমাদের কাজ।





আরও পড়ুনঃ ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহ্বান বিশ্ব সমাজকে





এই আত্মবিশ্বাসটা আমার মতে, সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে। আল হাশিমি বলেন, যত সিনেমা হল খুলবে তত বেশি চাকরির সুযোগ তৈরি হবে।


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here