জো বাইডেন মন্ত্রিসভার সদস্যদের নাম কাল ঘোষণা করবেন - News Daily Bangladesh-Latest Online Popular Bangla Newspaper

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, November 23, 2020

জো বাইডেন মন্ত্রিসভার সদস্যদের নাম কাল ঘোষণা করবেন


যুক্তরাষ্ট্রে গত ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন এই নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে জয় পেয়েছেন।





ট্রাম্প যদিও এখনও আনুষ্ঠিকভাবে পরাজয় স্বীকার করেননি। তবে আগামীকাল মঙ্গলবার বাইডেন নির্বাচনের ২০ দিনের মাথায় মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করতে যাচ্ছেন। প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিতে পারেন বর্ষীয়ান কূটনৈতিক এবং দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী অ্যান্টনি ব্লিঙ্ককে। ব্লুমবার্গের প্রতিবেদনেও একই ইঙ্গিত দেওয়া হয়েছে।





বাইডেন গত সপ্তাহে জানান, ইতিমধ্যে ট্রেজারার সেক্রেটারি ঠিক করে ফেলেছেন। এই দায়িত্ব পেতে পারেন জেনেট ইয়েলেন।





দুই বাঙালিকে মন্ত্রিসভায় দেখা যেতে পারে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং বিজ্ঞানী অরুণ মজুমদারকে জ্বালানিমন্ত্রী করা হতে পারে।





ওবামার আমলেও আইআইটি বোম্বের এই সাবেক শিক্ষার্থী এর আগে বারাক আন্ডারসেক্রেটারি অব এনার্জি হিসেবে দায়িত্ব সামলেছেন।





অরুণের পাশাপাশি আরেক ভারতীয় বংশোদ্ভূত বিবেক মূর্তিকে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে।





সরকারিভাবে এখনও নির্বাচনে রাজ্য পর্যায়ের ফল ঘোষণা করা হয়নি, বেশ কয়েকটি জায়গায় ভোট গণনা চলছে। রাজ্যগুলোর ফল নির্ধারিত হওয়ার পর ১৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজের বৈঠকে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষিত হবে।





আরও পড়ুনঃ ভ্লাদিমির পুতিন ক্যান্সার আক্রান্ত নতুন বছরে ক্ষমতা ছাড়বেন





তারপর পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের ২০ জানুয়ারি অভিষেক হওয়ার কথা রয়েছে।


1 comment:

Post Bottom Ad

Responsive Ads Here