রাজনীতি ছেড়ে দেবো প্রমাণ করতে পারলে: নুর - News Daily Bangladesh-Latest Online Popular Bangla Newspaper

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, November 28, 2020

রাজনীতি ছেড়ে দেবো প্রমাণ করতে পারলে: নুর


আমরা কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করতে রাজপথে আসিনি বলে জানিয়েছেন, ডাকসুর সদ্য বিদায়ী ভিপি নুরুল হক নুর। জামায়াত-শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করতে আমরা রাজপথে আন্দোলন করছি, এটা প্রমাণ করতে পারলে ‘কথা দিলাম রাজনীতি ছেড়ে দেবো’।





তিনি শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক যৌথ সমাবেশে এসব কথা বলেন। এ সমাবেশের যৌথভাবে আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ, ছাত্র-যুব ও শ্রমিক অধিকার পরিষদ, রাষ্ট্র চিন্তা ও গণসংহতি পরিষদ।





নুরুল হক নুর জানান, আজ কেউ রাস্তায় নামলেই বলা হয় তারা জামায়াত-শিবির। এক জায়গায় পাঁচজন অবস্থান করলে বলা হয় নাশকতামূলক সিদ্ধান্ত নেয়া হচ্ছে। যুবলীগ, ছাত্রলীগ হামলা করছে, পুলিশ হয়রানি করছে। সরকার দেশকে বিভাজিত করতে সাম্প্রদায়িকতাকে ইস্যু করছে, সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে।





তিনি বলেন, দেশকে সরকার ব্যর্থতার দিকে ঠেলে দিতে চায়, আমরা এটা হতে দেবো না। অ্যাম্বাসিগুলোতে মাদ্রাসা ছাত্রদের জঙ্গি তকমা লাগিয়ে মিথ্যা তথ্য দেয়া হচ্ছে। প্রতিবেশি কোনো দেশের তাবেদার হতে পারি না আমরা। চীন, ভারত, পাকিস্তান যেই হোক, দেশকে ব্যর্থ করতে এলে আমরা আন্দোলন করবো, তাদের চেষ্টা রুখে দেবো।





আরও পড়ুনঃ বিরোধী দলেরও আমেরিকার নির্বাচন থেকে শেখার আছে: ওবায়দুল কাদের





গণস্বাস্থ কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, শ্রমিক নেতা তাসলিমা খাতুন, রাষ্ট্র চিন্তার সদস্য হাসনাত কাইয়ুম, ভাসানী পরিষদের মহাসচিব রাশিদুল ইসলাম বাবুল প্রমুখ।


1 comment:

Post Bottom Ad

Responsive Ads Here