সরকারি কলেজ শিক্ষকরা, ১৪ দফা দাবি না মানলে আন্দোলনে নামবেন - News Daily Bangladesh-Latest Online Popular Bangla Newspaper

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, August 26, 2020

সরকারি কলেজ শিক্ষকরা, ১৪ দফা দাবি না মানলে আন্দোলনে নামবেন


সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) ১৪ দফা দাবি জানিয়েছে। এক সংবাদ সম্মেলনে আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে এই দাবি জানানো হয়। তারা আন্দোলনে যাবেন দাবিগুলো না মানলে বলেও হুঁশিয়ারি দিয়েছেন।





তাদের দাবিগুলোর কয়েকটি হলো-





১। ৩০ সেপ্টেম্বরের মধ্যে এডহক নিয়োগ,
২। আত্তীকরণ থেকে কাউকে বঞ্চিত না করা,
৩। অভিজ্ঞ কর্মকর্তাদের মধ্যমে কাগজপত্র যাচাইকরণ,
৪। শিক্ষা ক্যাডারের সংযুক্তি শিক্ষকদের প্রত্যাহার ও বদলি বন্ধকরণ,
৫। যোগদানের দিন থেকে শতভাগ গণণা করা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জহুরুল ইসলাম, সহ-সভাপতি জাকারিয়া মাহমুদ, নছরুল আযম, অনুপ রায়, রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক দিপু কুমার গোপ, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু ইসাহাক, মো রুহুল আমিন, আনম রিয়াজ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান পাঠান, মনিরুল ইসলাম প্রমুখ।





এতে জানানো হয়, এসব দাবি মেনে নেয়া না হলে আগামী ২৬ আগস্ট প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন প্রদান, ২৬ থেকে ৩১ আগস্ট স্থানীয় সংসদদের আবেদন জমা দান, মতবিনিময়, সেপ্টেম্বরের প্রথমদিন দেশব্যাপী গণসংযোগ, ৪ অক্টোবর ৬৪ জেলা সদরে ও জেলা প্রশাসকের অফিসের সামনে মানববন্ধন এবং ১১ অক্টোবর ঢাকায় মানববন্ধন করা হবে।


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here