খালেদা জিয়া ও তারেক রহমান গ্রেনেড হামলা চালিয়ে আমাকে হত্যা করতে চেয়েছিলেন - News Daily Bangladesh-Latest Online Popular Bangla Newspaper

Breaking

  

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Friday, August 21, 2020

demo-image

খালেদা জিয়া ও তারেক রহমান গ্রেনেড হামলা চালিয়ে আমাকে হত্যা করতে চেয়েছিলেন

Responsive Ads Here

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসে ষড়যন্ত্রের মাধ্যমে। আওয়ামী লীগের নেতাকর্মীর ওপর নানা অত্যাচার নির্যাতন শুরু হয় ক্ষমতায় আসার পরই। সিলেটে ব্রিটিশ হাইকমিশনারের ওপর বোমা হামলাসহ দেশের ৫ শতাধিক স্থানে বোমা হামলা, সন্ত্রাস ও দুর্নীতির প্রতিবাদে আমরা যখন বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশ ও র‌্যালি করতে যাই, খালেদা জিয়া ও তারেক রহমান সেই সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে আমাকে হত্যা করতে চেয়েছিলেন। তাদের প্রধান টার্গেট ছিল এই হামলা চালিয়ে আমাকে হত্যা করা।





শুক্রবার সকালে আয়োজিত গ্রেনেড হামলার ঘটনার ১৬তম বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মানুষের জন‌্য কিছু করতেই আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। তাছাড়া ২১ আগস্ট যে ঘটনা ঘটেছে তাতে আমার বাঁচার কথা নয়।





আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভায় স্বাগত বক্তব‌্য রাখেন।


No comments:

Post a Comment

Post Bottom Ad

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *