পুলিশের এক সদস্য ঢাকায় কাভার্ড ভ্যানের চাপায় নিহত - News Daily Bangladesh-Latest Online Popular Bangla Newspaper

Breaking

  

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Wednesday, October 21, 2020

demo-image

পুলিশের এক সদস্য ঢাকায় কাভার্ড ভ্যানের চাপায় নিহত

Responsive Ads Here

ঢাকা মহানগর পুলিশের এক সদস্য রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় নিহত হয়েছেন। যাত্রাবাড়ীর কলাপট্টি উত্তরা ব্যাংকের সামনে গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।





যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তির নাম মো. বাবুল শেখ (৫০)। ডিএমপির কোতোয়ালি জোনে তিনি উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।





বাবুলের বাবার নাম জাফর শেখ। পাবনায় তার গ্রামের বাড়ি। তিনি ঢাকার শনির আখড়ায় পরিবার নিয়ে থাকতেন। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, রাতে ডিউটি শেষে বাসায় ফিরছিলেন বাবুল। পথে যাত্রাবাড়ী এলাকায় তাঁকে কাভার্ড ভ্যান চাপা দেয়।





তাঁকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক সেখানে রাত পৌনে ১১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।





পুলিশ জানায়, কাভার্ড ভ্যানের চালককে এ ঘটনায় আটক করা হয়েছে। এ ছাড়া কাভার্ড ভ্যানটিকে জব্দ করা হয়েছে।





আরও পড়ুনঃ সড়ক দুর্ঘটনায় রাজধানীর বনানীতে অজ্ঞাত নারী নিহত





যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম গত রাতে জানান, নিহত বাবুলের লাশ ঢামেকের মর্গে রাখা হয়েছে।


No comments:

Post a Comment

Post Bottom Ad

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *