সরকার চিন্তাভাবনা করছে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরও বাড়ানো যায় কিনা। বর্তমান ছুটি বাড়ানো হবে করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায়। আজ এ বিষয়ে ঘোষণা আসতে পারে। এ তথ্য সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩১ আগস্ট শেষ হবে। ছুটি নিয়ে শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিবসহ বিভাগীয় প্রধানদের ভার্চুয়াল সভা হয়েছে বলেও জানা গেছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম আল হোসেন এর আগে রবিবার সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো অবস্থা তৈরি হয়নি। অভিভাবকরা স্কুল খুললে চলে আসবেন। আমরা তাদের ঝুঁকির মধ্যে ফেলব কেন? কিছু দেশে পরিস্থিতির উন্নতি হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পর আবার তা বন্ধ করে দিতে হয়েছে।’ সচিব বলেন, ‘সে জন্য আমরা মনে করছি, আমাদের বাচ্চাদের ঝুঁকির মধ্যে না ফেলাটাই সমীচীন হবে। আমরা সরকারের সঙ্গে আলোচনা করে দুই মন্ত্রণালয় সিদ্ধান্ত নেব স্কুল কখন খোলা যায়।
প্রসঙ্গত, শিক্ষাপ্রতিষ্ঠান১৭ মার্চ থেকে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বন্ধ ঘোষণা করা হয়েছে।
No comments:
Post a Comment