২০১৯ সালে দুই কোটি কল ৯৯৯ নম্বরে - News Daily Bangladesh-Latest Online Popular Bangla Newspaper

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, January 26, 2020

২০১৯ সালে দুই কোটি কল ৯৯৯ নম্বরে


মুজিববর্ষে চারটি করে হেল্প ডেস্ক স্থাপন করা হবে দেশের ৭০০ থানায় বলে জানিয়েছেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।





রোববার দুপুরে সিলেট পুলিশ লাইন্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন শেষে আইজিপি বলেন, ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে পুলিশের জীবনমান উন্নয়নে। উন্নয়ন করা হচ্ছে ব্যারাকেরও। এছাড়া দেশের সবগুলো থানায় নতুন গাড়িও দেওয়া হবে এবছরই।





(আইজিপি) জাবেদ পাটোয়ারী জানান, গত ২০১৯ সালে পুলিশের জরুরী সেবায়, সেবা প্রত্যাশীরা ৯৯৯ নম্বরে দুই কোটি কল করেছেন। যার মধ্যে ৫০ লাখ কলের সেবা প্রদান করা হয়েছে। সেবা প্রত্যাশীদের কল্যাণে সেবা আরো প্রসারের নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এর আগে আইজিপি সিলেট পুলিশ লাইন্সে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরাল ও অস্ত্রাগারের উদ্বোধন করেন।





পরে (আইজিপি) সিলেট মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের উদ্যোগে সিলেট পুলিশ লাইন্স মাঠে পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here